Select Page

সিনেমার ভুল: প্রেমী ও প্রেমী

সিনেমার ভুল: প্রেমী ও প্রেমী

প্রেমী ও প্রেমী” একটি মোটামুটি ভাল মানের রোড রোমান্টিক কমেডি মুভি। জাকির হোসেন রাজু পরিচালিত হলিউড থেকে ধার করা গল্পের এই সিনেমায় অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়াজাজ মাল্টিমিডিয়া এবং এসকে মুভিজের যৌথপ্রযোজনায় নির্মিত এই ছবিতে ছোট-বড় ৮টি ভুল আমাদের চোখে পড়েছে…

১. সিনেমার টাইটেলে চিকন আলী ও শিবা সানু’র নাম ভুল করে যথাক্রমে “চিকোন আলী” ও “শিবাসানু” লেখা হয়েছে ?

২. চিকন আলী যখন নেশাজাতীয় জিনিস শুকিয়ে নায়িকা ফারিয়াকে অজ্ঞান করে ফেলে তখন গাড়ির পেছনে ফারিয়া একাই ছিল। স্বাভাবিকভাবেই অজ্ঞান অবস্থায় গাড়ির ঝাঁকুনিতে তার যেকোন একপাশে হেলে শুয়ে পড়ার কথা। অথচ সে অজ্ঞান হয়ে স্থির বসেই ছিল ? (সুপারগার্ল ওর সুপারগ্লু ফ্যাক্ট)

৩. শুভ’র হোটেলের সামনে দিয়ে গুন্ডারা যখন ফারিয়াকে তুলে নিয়ে যাচ্ছিল তখন ওরা সবাই যাচ্ছিল পাশাপাশি সোজা হয়ে। অথচ শুভ যখন পেছন থেকে উড়ে এসে গুন্ডাদের লাথি মারল, তখন ওরা সিরিয়াল ধরে একজনের পেছনে আরেকজন পড়তে লাগল ? লাত্থি অব দ্য ইয়ার

৪. গাড়ি দিয়ে যাওয়ার সময় রাস্তার মাঝখানে গরুর পাল দেখার কারণে শুভ গাড়ি থামিয়ে দেয়। অথচ গরুর পালের মাঝখানে যে পরিমাণ জায়গা দেখানো হয়েছে তাতে ঐরকম গাড়ি দুইটা অনায়াসে চলে যেতে পারত। তাছাড়া স্পষ্ট দেখা গেছে রাস্তার মাঝে গরুগুলো দড়ি দিয়ে বাঁধা। ওরা এমনিএমনি আসেনি ?

৫. যে খাবার হোটেলে শুভ আর ফারিয়া খেতে গিয়েছিল, সেখানকার দেয়ালে “হিরো ৪২০” ছবির পোস্টার ও পোস্টারে নায়িকা ফারিয়ার চেহারা স্পষ্ট দেখা গেছে!!! একজন সিনিয়র পরিচালক এমন মারাত্মক ভুল করবেন সেটা আশা করিনি ?

৬. পড়ে গিয়ে মারিয়ার সারা গাঁয়ের পোষাকে কাঁদা লেগে যায়। কিছুক্ষণ পর দেখা যায় তার শার্টে তেমন কাঁদা নেই বরং কাঁদামাখানো কারো হাতের ছাপ দেখা যাচ্ছে!!! মানলাম যে সারা গা২য়ে কাঁদা নিয়ে একাধিক দৃশ্যের শুটিং করা একটা কষ্টসাধ্য ব্যাপার। তবে সিনেমায় রিয়েলিস্টিক ভাব ফুটিয়ে তোলার জন্য বাংলা সিনেমার অনেক শিল্পীরা এর আগে এরচেয়েও কষ্টসাধ্য কাজ করেছেন ?

৭. শুভ ও ফারিয়া যখন এস.আলম পরিবহন বাসের কাউন্টারের সামনে বসে ছিল তখন কাউন্টারের গ্লাসে ক্যামেরাম্যান ও ক্র্যুদের প্রতিবিম্ব স্পষ্ট দেখা গেছে ?

৮. ফারিয়া পাহাড়ের যে পাশে এসে আত্মহত্যা করতে চেয়েছিল সেখানে কোন ঘাস-টাস ছিল না। অথচ ঠিক ঐখানেই শুভ’র সাথে কিছুক্ষণ ডায়লগ আদান-প্রদানের পর দেখা গেল ওরা পাহাড়ের এমন একটা অংশে দাঁড়িয়ে যেখানের ডানেবামে বড়বড় ঘাস আর মাঝখানে সরু রাস্তা ?

খাইচে আমারে, বান্দরবানের পাহাড়ের ঘাস যে এত তাড়াতাড়ি বড় অইয়া যায়, আগে তো জানতাম না (ডিপজল ?)


Leave a reply