Select Page

সিনেমার ভুল: মেয়েটি এখন কোথায় যাবে

সিনেমার ভুল: মেয়েটি এখন কোথায় যাবে

মেয়েটি এখন কোথায় যাবে” একটি ভাল মানের সোশ্যাল ড্রামা মুভি। নাদের চৌধুরী পরিচালিত এই সিনেমার গল্প বা নির্মাণে আমরা তেমন কোন ভুল খুঁজে পাইনি। বলা চলে ২০১৭ সালের এ পর্যন্ত সবচেয়ে ফ্রেশ ও ভাল মানের সিনেমা এটা।

তবে সিনেমার টাইটেলের দুটি বিষয় নিয়ে আমাদের আপত্তি আছে…

১. সিনেমার টাইটেলে অভিনেতা সুব্রত’র নাম লেখা হয়েছিল “সুব্রত চক্রবর্তী”। কিন্তু বাস্তবে উনার নাম ছিল “সুব্রত বড়ুয়া”। তিনি ১৯৮৮ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে চিত্রনায়িকা দোয়েলকে বিয়ে করেন। তারপরও তার নামের সাথে পুরাতন এবং ভুল টাইটেল কেন রাখা হয়েছে সেটা আমাদের বোধগম্য হয়নি।

২। টাইটেলে “পুনঃ শব্দগ্রাহক” শব্দদ্বয়ে ভুল করে “পূনঃ শব্দগ্রাহক” লেখা হয়েছে। বিষয়টা ছোট্ট হলেও বাংলাদেশী বাংলা সিনেমায় বাংলা ভাষার সঠিক প্রয়োগ সকল বাংলাভাষী বাঙ্গালীরই কাম্য।


Leave a reply