Select Page

সিনেমা হল খুলছে শুক্রবার

সিনেমা হল খুলছে শুক্রবার

 

সাত মাস ধরে বন্ধ থাকা দেশের সব সিনেমা হল স্বাস্থ্য বিধি মেনে শুক্রবার থেকে খোলার অনুমতি দিয়েছে সরকার।

তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বুধবার বিকেলে হল মালিক ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, “কভিড-১৯ এর বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্য বিধি পালন ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং সিনেমা হলের আসনসংখ্যা কমপক্ষে অর্ধেক খালি রাখা সাপেক্ষে আগামী ১৬ অক্টোবর থেকে সারা দেশের সিনেমা হলসমূহের চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হলো।”

এর আগে গত ২১ সেপ্টেম্বর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সচিবালয়ে হল মালিক ও পরিবেশক সমিতির সঙ্গে বৈঠকে জানান, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক দর্শক নিয়েই সিনেমা হল খোলা হবে। তবে তার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি নেওয়া হবে।

তথ্যমন্ত্রী বলেন, “করোনা পরিস্থিতি কমতে থাকলে ১৬ অক্টোবর থেকে সিনেমা হলগুলো খোলা হবে। সিনেমা হল খোলার আগে প্রধানমন্ত্রীর অনুমতি নেওয়া হবে।”

পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরও বলেন, “এর সঙ্গে সিনেমা হল মালিক, পরিবেশক, কলাকুশলীসহ অনেকেরই কর্মসংস্থান জড়িয়ে আছে। তাই এ সিদ্ধান্ত।”

ড. হাছান মাহমুদ বলেন, “সিনেমা হলগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়ায়, সেটিকে আবারও পুনরুজ্জীবিত করাসহ নতুন সিনেমা হল নির্মাণে একটি বিশেষ তহবিল গঠন করার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করেছেন। আমাদের লক্ষ্য, সিনেমায় একটি নতুন সুদিন ফিরে আনা।”

৪ অক্টোবর সচিবালয়ে সংশ্লিষ্ট চলচ্চিত্র নির্মাতা, গবেষক ও প্রশিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে জানান, সিনেমা হল সংস্কারে উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল চালু এবং নতুন হল নির্মাণ করা হচ্ছে। সেজন্য সহজ শর্তে দীর্ঘ মেয়াদে ঋণ দিতে ১ হাজার কোটি টাকার তহবিল গঠন হতে যাচ্ছে।

ডা. হাছান বলেন, বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল পুনরায় চালু, যেগুলো টিকে আছে তার সংস্কার এবং নতুন সিনেমা হল চালুসহ এ খাতের জন্য বেশ কিছু বড় উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের ফলে আগামী কয়েক বছরের মধ্যে চলচ্চিত্রে শিল্পে বড় পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী। আরও বলেন, আমরা স্বল্প সুদে সংশ্লিষ্টদের ঋণের ব্যবস্থা করে দেবো। সে জন্য বাংলাদেশ ব্যংক ১ হাজার কোটি টাকার একটি তহবিল গঠন করবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে অন্য সব বিনোদনকেন্দ্রের মতো দেশের সব সিনেমা হলও ১৮ মার্চ থেকে বন্ধ রাখা হয়।


Leave a reply