Select Page

‘বীর’ ব্যর্থ হওয়ার দায় কাজী হায়াতের!

‘বীর’ ব্যর্থ হওয়ার দায় কাজী হায়াতের!

নামি নির্মাতা কাজী হায়াতের ৫০তম চলচ্চিত্র ‘বীর’। গত ভালোবাসা দিবসে সারা দেশের ৮০ সিনেমা হলে ছবিটি মুক্তি পায়। কিন্তু শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ছবিটি ব্যবসায়িকভাবেও অসফল।

সেই ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন কাজী হায়াৎ। সম্প্রতি এনটিভি অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটিই জানালেন তিনি।

কাজী হায়াৎ দাবি করেন, যখন ছবিটি মুক্তি পায়, তখন সিনেমার বাজার একেবারেই পড়তির দিকে। কাজী হায়াৎ বলেন, ‘আমার ছবিতে সাধারণত দর্শক কাঁদে, সেন্টিমেন্ট থাকে, পরিপূর্ণ সেন্টিমেন্ট আমি স্পর্শ করতে পারিনি, হৃদয়কে আঘাত দিতে পারিনি। হৃদয়ে লাগার মতো কোনো গল্প ছিল না বা হৃদয়ে লাগার মতো কোনো দৃশ্য ছিল না।’

কেন ছিল না হৃদয়ে লাগার মতো কোনো গল্প বা দৃশ্য? এমন প্রশ্নের জবাব দিতে নারাজ কাজী হায়াৎ। তবে ব্যর্থতার পুরো দায় তিনি নিজের কাঁধে নেন। কাজী হায়াৎ বলেন, ‘অনেক কথা বলতে হবে। পেছনের কথা বলে আমি কাউকে ছোট করতে চাই না, বড়ও করতে চাই না। তবে আমি পারিনি, সব দোষ আমার।’

‘বীর’ প্রযোজনা করেছে শাকিব খানের প্রতিষ্ঠান এস কে ফিল্মস। সহপ্রযোজক ছিলেন মোহাম্মদ ইকবাল।


মন্তব্য করুন