সুখবর! খুলনা নিউ মার্কেটে হচ্ছে মাল্টিপ্লেক্স
ঢাকা, চট্রগ্রামের পর এবার খুলনায় নির্মিত হতে যাচ্ছে অত্যাধুনিক মাল্টিপ্লেক্স।
সারা বাংলার এক প্রতিবেদনে জানা যায়, খুলনার প্রাণকেন্দ্র নিউ মার্কেট ভেঙে সেখানে বহুতল মার্কেট করা করা হচ্ছে। সেখানেই থাকবে মাল্টপ্লেক্স।
নিউ মার্কেট প্রকল্প উপ পরিচালক মোর্তজা আল মামুন জানান, মন্ত্রণালয়ে নতুন এই প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে। গেলো এপ্রিলে পাঠানো হয় প্রস্তাব। এর ভেতর একবার আলোচনাও হয় এ নিয়ে।
তিনি আরও বলেন, আমরা অনুমোদনের অপেক্ষায় আছি। অনুমোদন পেলেই কাজে হাত দেব। সেজন্য একটু সময় লাগতে পারে। তবে সিনেপ্লেক্স নির্মাণের ফলে খুলনার মানুষ বিনোদনের নতুন জায়গা খুঁজে পাবে বলে মনে করি।
মাল্টিপ্লেক্সের তত্ত্বাবধায়ন কারা করব? তিনি বলেন, নির্মাণের পর আমরা বলতে পারব। তখন যদি মনে হয় মাল্টিপ্লেক্স কেডিএ তত্ত্বাবধান করতে পারবে তাহলে কেডিএ–ই করবে। নতুবা লিজ দেয়া হবে।
এছাড়া বিভিন্ন সময় মাল্টিপ্লক্সের কথা শোনা গেলেও এগুলো মূলত এক পর্দার ছোট হল। ইদানিং যার সবগুলোকে সিনেপ্লেক্স বলা হচ্ছে।