Select Page

সুখবর! ‘মহানগর’ অন্তিম পর্বের ঘোষণা

সুখবর! ‘মহানগর’ অন্তিম পর্বের ঘোষণা

২০২১ সালের জুনে ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্মে হইচই-এ মুক্তির পর ভীষণ সাড়া পায় আশফাক নিপুণ পরিচালিত ওয়েব সিরিজ ‘মহানগর’। এরপর ওসি হারুন ও এসআই মলয় চরিত্র দুটি দর্শকের মুখে মুখে উঠে আসে।

প্রথম সিজনের শেষে পরবর্তী সিজনের ইঙ্গিত ছিল। এ নিয়ে নির্মাতা মুখে তালা দিলেও হইচই একাধিকবার জানিয়েছে, ‘মহানগর’ পরবর্তী সিজনে আসছে।

আজ মঙ্গলবার সেই জল্পনায় চূড়ান্ত সিলমোহর পড়লো। হইচই কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ‘মহানগর’ অন্তিম পর্বের ঘোষণা দিল।

ফেসবুকে এই ঘোষণাটি আসার পর আশফাক নিপুণ সেই পোস্ট শেয়ার করেছেন।

এর আগে সিজনের ওসি হারুনকে ঘুষ নেয়ার অভিযোগে ধরে নিতে দেখা যায়। যদিও মূল গল্প এগিয়েছে এক শিল্পপতির ছেলেকে দুর্ঘটনার কারণে গ্রেপ্তার করা হবে কি হবে না, এই দ্বন্দ্ব নিয়ে। সম্ভবত এই কিস্তিতে হারুনের ফিরে আসা তুলে ধরা হবে। তেমন ইঙ্গিত ছিল তার ডায়ালগেও।

এ সিরিজের বেশ কিছু ডায়ালগ ওই সময় ভাইরাল হয়। আবার এও শোনা যায়, আইনশৃঙ্খলা বাহিনীকে নেতিবাচকভাবে দেখানোর কারণে বিপত্তিতে পড়েছেন সিরিজের নির্মাতা আশফাক নিপুণ ও স্থানীয় প্রযোজক। তবে এ নিয়ে কখনো বিস্তারিত জানানো হয়নি। এ কারণে সিরিজটির পরবর্তী নিয়ে গুঞ্জন থাকলেও নির্মাণ নিয়ে অনেকে সংশয় প্রকাশ করেছেন।

সব মিলিয়ে নতুন ঘোষণায় দর্শকের মাঝে তুমুল উচ্ছ্বাস দেখা যাচ্ছে।

‘মহানগর’-এর প্রথম কিস্তিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, মোস্তাফিজুর নূর ইমরান ও জাকিয়া বারী মম। নিশ্চিতভাবে ধরা যায় এ চরিত্রগুলো ফিরে আসবে। তবে শ্যামল মাওলা, খায়রুল বাশার বা নাসির উদ্দিন খানের ফিরে আসা নিয়ে সংশয় রয়েছে।

এ দিকে ‘মহানগর’-এর চলতি বছর হইচই মুক্তি পায় আশফাক নিপুণের আরেকটি ওয়েব সিরিজ ‘সাবরিনা’। এ সিরিজের গল্প প্রথম কিস্তিতে সম্পূর্ণ হয়নি। তবে দ্বিতীয় সিজন কবে আসবে, এখনো ঘোষণা আসেনি।

এ ছাড়া তানিম নূরের ‘কাইজার টু’, সৈয়দ আহমেদ শাওকী ‘কারাগার টু’ ও অমিতাভ রেজা চৌধুরীর ‘বোধ’ সিরিজের ঘোষণা দিয়েছে হইচই।


মন্তব্য করুন