Select Page

‘সুপার হিরো’র সামনে সময় মাত্র ২ দিন?

‘সুপার হিরো’র সামনে সময় মাত্র ২ দিন?

ঈদে মুক্তি পাবে আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’। এ ঘোষণা অনেক আগের। কিন্তু ঈদে মুক্তির মিছিলে থাকা অন্য ছবিগুলো ছাড়পত্র পেলেও এ ছবিটি সেন্সর বোর্ডেই জমা পড়েছে মাত্র রোববার।

পরিচালক আশিকুর রহমান বাংলানিউজকে বলেন, ‘সুপার হিরো’র আয়োজন ও বাজেট বড়। তাই টুকিটাকি অনেক বিষয় গুছিয়ে আনতে সময় লেগেছে। যার ফলে সেন্সর বোর্ডে জমা দিতেও দেরি হয়েছে। তবে আশা করছি শিগগিরই ছাড়পত্র পেয়ে যাবো।

এদিকে সোমবারও সেন্সর বোর্ডে ছবিটির প্রদর্শনী হয়নি। ঈদের আগে সরকারি কার্যদিবস আছে মাত্র দু’টি। এরমধ্যে ‘সুপার হিরো’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলেই কেবল ছবিটির ঈদে মুক্তি মিলবে।

এ অনিশ্চয়তার জন্য সিনেমাটির প্রয়োজনীয় প্রচারও সম্ভব হয়নি। শুধুমাত্র শাকিব খানের উপর ভর করে বাজি ধরেছেন নির্মাতা।

বিষয়টি নিয়ে সেন্সর বোর্ডের সচিব মোহাম্মদ আলী সরকার বলেন, সেন্সর বোর্ড থেকে যত দ্রুত সম্ভব ছাড়পত্র দেওয়ার চেষ্টা থাকবে।

হার্টবিট প্রোডাকশনের ব্যানারে ‘সুপার হিরো’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। আরও রয়েছেন অভিনেতা তারিক আনাম খান, টাইগার রবি, সিন্ডি রোলিং প্রমুখ। অস্ট্রেলিয়ায় ‘সুপার হিরো’র শুটিং শুরু হয়ে শেষ হয় বাংলাদেশে।


Leave a reply