Select Page

সেন্সর পাস করলো ‘মায়াবতী’ ও ‘আব্বাস’

সেন্সর পাস করলো ‘মায়াবতী’ ও ‘আব্বাস’

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল দুই সিনেমা- ‘আব্বাস’ ও ‘মায়াবতী’। এতে অভিনয় করেছেন জনপ্রিয় কয়েকটি মুখ। মোটামুটি সবাই-ই টেলিভিশন তারকা।

‘মায়াবতী’ পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।  রোববার সেন্সর বোর্ড বিনা কর্তনে ছবিটিকে ছাড়পত্রের অনুমোদন দিয়েছে।এ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম বড় পর্দায় একসঙ্গে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও ‘স্বপ্নজাল’ ছবির নায়ক ইয়াশ রোহান।

অরুণ চৌধুরী বলেন, ‘ছবিটি দেখে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের কয়েকজন সদস্য আমাকে তাঁদের ভালো লাগার কথা জানিয়েছেন। এ জন্য তাঁদের তো অবশ্যই, সেই সঙ্গে “মায়াবতী” চলচ্চিত্রের সঙ্গে জড়িত প্রত্যেক সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। যাঁরা চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষা করছেন, আশা করছি আগামী সেপ্টেম্বরেই তাঁরা ছবিটি দেখতে পাবেন।’

ছবির পটভূমি সম্পর্কে তিনি বলেন, মায়া নামের এক কিশোরী ছোটবেলায় তার মার কাছ থেকে চুরি হয়ে যায়। উইমেন ট্রাফিকিংয়ের ফাঁদে পড়ে সে। তাকে দৌলতদিয়ার রেড লাইট এরিয়ায় বিক্রি করা হয়। সেখানে মায়াকে ধীরে ধীরে গড়ে তোলেন সংগীতগুরু খোদা বক্স। ওদিকে মায়ার গানের প্রেমে পড়েন একজন ব্যারিস্টার। একসময় ভয়ংকর খুনের ঘটনায় জড়িয়ে পড়ে মেয়েটি। শুরু হয় নতুন গল্প। নতুন সংগ্রাম।

‘মায়াবতী’ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, দিলারা জামান, ফজলুর রহমান বাবু, আফরোজা বানু, ওয়াহিদা মল্লিক জলি, আব্দুল্লাহ রানা, অরুণা বিশ্বাস, তানভীর হোসেন প্রবাল, আগুন প্রমুখ।

এদিকে ২০১৭ সালে নিরব ও সোহানা সাবাকে নিয়ে ‘আব্বাস’শুরু করেন পরিচালক সাইফ চন্দন। শুটিং চলে গত রমজান মাস পর্যন্ত।

পুরান ঢাকায় ‘আব্বাস’ নামে এক ছেলের বেড়ে ওঠা ও সংগ্রামকে উপজীব্য করে গড়ে উঠেছে এ চলচ্চিত্রটির কাহিনী। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন নিরব। আর সোহানা সাবাকে দেখা যাবে ‘চুটকি’ চরিত্রে। এ ছাড়াও ছবিতে ডালিয়া চরিত্রে দেখা যাবে সূচনা আজাদকে।

আরও অভিনয় করেছেন অ্যালেকজান্ডার বো, ডন, ইলোরা গওহর, সমাপ্তি মাসুক, জয় রাজ, সূচনা আজাদ, তাসনিয়া, নুসরাত পাপিয়া, শিমুল খান প্রমুখ।


Leave a reply