স্থগিত এক ডজন সিনেমা
প্রথম ঢেউয়ের চেয়ে বেশি সংক্রমণ নিয়ে ছড়াচ্ছে করোনাভাইরাস। সম্প্রতি এ কারণে লকডাউনের মাঝে শুটিংয়ের অনুমতি থাকলে নিরাপত্তার জন্য নির্মাতারা নিজেরাই শুটিং স্থগিত রেখেছেন। আটকে গেছে নতুন করে শুরু হওয়া ডজন খানেক ছবি।
পাবনায় ‘অন্তরাত্মা’ ছবির টানা এক মাসের শুটিং শেষে ঢাকায় ফিরেছেন শাকিব খান। চলতি সপ্তাহে নতুন ছবির শুটিং শুরু হওয়ার কথা। চিত্রনায়িকা বুবলীও তাঁর ছবি ও বিজ্ঞাপনচিত্রের শুটিং শেষে পুরোপুরি প্রস্তুত। পূর্বপরিকল্পনা অনুযায়ী সব ঠিক থাকলে এক বছর পর ক্যামেরার সামনে দেখা যেত ঢালিউডের আলোচিত এই জুটির। তা আর হলো না। দুজনের একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াতে লকডাউন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ‘লিডার: আমিই বাংলাদেশ’-এর পরিচালক তপু খান এমনটি জানান। প্রথমবারের মতো সিনেমায় হাত দিয়ে শুরুতেই ধাক্বা খেলেন তিনি।
‘অমানুষ’ নামে নতুন সিনেমার শুটিং করছিলেন পরিচালক অনন্য মামুন। ঢাকায় চার দিনের কাজ হয়েছে। ৪ এপ্রিল থেকে পুরো ইউনিট নিয়ে পরিচালকের যাওয়ার কথা বান্দরবানে। সেখানে টানা ১৮ এপ্রিল পর্যন্ত ছবির শুটিং শিডিউল নেওয়া ছিল। কিন্তু করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউন ঘোষণা করা হলে পরিচালক-প্রযোজকও ছবির কাজ পিছিয়ে দেন। ১২ এপ্রিল থেকে নতুন শিডিউল ঠিক করে রেখেছেন। ছবিটিতে অভিনয় করছেন নিরব, মিথিলাসহ অনেকেই।
‘বুবুজান’ ছবির ১৭ দিনের শুটিং শেষ করে রেখেছিলেন শামীম আহমেদ। আরও ১২ দিনের শুটিং বাকি আছে। এ মাসের প্রথম সপ্তাহে শুটিং করার পরিকল্পনা করেছিলেন পরিচালক। কিন্তু এই সিদ্ধান্ত পাল্টেছেন তিনি। শুটিং স্থগিত করেছেন। তবে লকডাউনের সময়টা কাজে লাগাতে ভারতে অন্য ছবির পোস্ট প্রোডাকশনের কাজ এগিয়ে নিচ্ছেন।
মাহিয়া মাহি ও সাইমন সাদিক অভিনীত ‘গ্যাংস্টার’ ছবির কাজ করছেন পরিচালক শাহীন সুমন। পরিচালক সমিতির নির্বাচনের কারণে কয়েক দিন শুটিং বন্ধ ছিল। নির্বাচনে জয়ী হয়ে তিনি পরিচালক সমিতির মহাসচিব নির্বাচিত হয়েছেন। নির্বাচন শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে শুটিংয়ে নামার কথা। কিন্তু লকডাউনের ঘোষণায় স্থগিত করা হয়েছে শুটিং।
এ ছাড়া বাপ্পী চৌধুরী অভিনীত অপূর্ব রানার ‘যন্ত্রণা’সহ ১২টি ছবির শুটিং পিছিয়ে গেছে।
/প্রথম আলোর প্রতিবেদন থেকে