Select Page

হতে চান ‘সুপারস্টার’? সুযোগ দেবে পরিচালক সমিতি

হতে চান ‘সুপারস্টার’? সুযোগ দেবে পরিচালক সমিতি

১৯৮৪ সালে এফডিসি আয়োজন করেছিল ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রম। টানা চলেছিল ১৯৯০ সাল পর্যন্ত। এ কার্যক্রমের মধ্য দিয়ে চলচ্চিত্রে যুক্ত হন দিতি, সোহেল চৌধুরী, মিশা সওদাগর, মান্না, অমিত হাসানসহ আরো অনেকে।

২৭ বছর পর নতুন নায়ক-নায়িকা খুঁজে বের করতে আবারো এই প্রতিযোগিতা হবে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। আর এবার এ আয়োজন করছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

সংগঠনটির সভাপতি মুশফিকুর রহমান গুলজার প্রথম আলোকে জানান, সবকিছু ঠিক থাকলে নতুন বছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই শুরু হচ্ছে প্রতিযোগিতার কার্যক্রম। এর আগে এই প্রতিযোগিতার আয়োজন করেছিল এফডিসি। তবে এবার সরকারি প্রতিষ্ঠানটি এই আয়োজনে সার্বিক সহযোগিতা করবে। প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘নতুন মুখের সন্ধানে, কে হবে সুপারস্টার?’

জানা গেছে, ১৩ ডিসেম্বর চলচ্চিত্র পরিচালক সমিতি, এফডিসি কর্তৃপক্ষ ও তথ্য মন্ত্রণালয়ের এক যৌথ সভা আহ্বান করা হয়েছে। এ সভায় প্রতিযোগিতায় অংশগ্রহণ আর যাবতীয় নিয়ম চূড়ান্ত করা হবে।

এরই মধ্যে চলচ্চিত্র পরিচালক সমিতির সহসভাপতি মনতাজুর রহমান আকবরকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।


Leave a reply