হল তালিকায় ‘ভালোবাসা এমনই হয়’
শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে অভিনেত্রী তানিয়া আহমেদ পরিচালিত প্রথম সিনেমা ‘ভালবাসা এমনই হয়’। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও ইরফান সাজ্জাদ। আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, সাজু মুনতাসীর, তানজিকা, মীর সাব্বির, মিশু সাব্বিরসহ অনেকে।
শুটিং শুরুতে সিনেমাটির নাম ছিল ‘গুডমর্নিং লন্ডন’। এরপর দুই দফা পাল্টানো হয় নাম।
ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হয়েছে ‘ভালোবাসা এমনই হয়’। পরিবেশনায় আছে জাজ মাল্টিমিডিয়া। সঙ্গীত করেছেন এসআই টুটুল। সিনেমাটি অর্ধ শতাধিক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।
ঢাকা : বলাকা সিনেওয়ার্ল্ড, মধুমিতা, সনি, স্টার সিনেপ্লেক্স, শ্যামলী সিনেমা, পূর্ণিমা, সেনা সিনেমা, শাহীন, মুক্তি, চিত্রামহল, গীত, নিউ গুলশান, পুনম।
ঢাকার বাইরে : রাণীমহল (ডেমরা), চাঁদমহল (কাঁচপুর), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), পান্না (মোক্তারপুর), বর্ষা (জয়দেবপুর), সেনা অডিটোরিয়াম (সাভার ক্যান্ট.), মনিহার (যশোর), আলমাস (চট্টগ্রাম), পূরবী (চট্টগ্রাম), শঙ্খ (খুলনা), চিত্রালী (খুলনা), নন্দিতা (সিলেট), শাপলা (রংপুর), উপহার (রাজশাহী), রূপকথা (পাবনা), সনিয়া (বগুড়া), পূরবী (ময়মনসিংহ), কাকলী (শেরপুর), ঝংকার (পাঁচদোনা), অভিরুচি (বরিশাল), মানসী (কিশোরগঞ্জ), মর্ডান (দিনাজপুর), নবীন (মানিকগঞ্জ), গ্যারিসন (কুমিল্লা ক্যান্ট.), মনোয়ার (জামালপুর), মধুমতি (ভৈরব), বনলতা (ফরিদপুর), সাধনা (রাজবাড়ী), মিলন (মাদারীপুর), চিত্রাবাণী (গোপালগঞ্জ), তামান্না (সৈয়দপুর), রাজ (কুলিয়ারচর), প্রিয়া (ঝিনাইদহ), ছন্দা (পটিয়া), মাধবী (মধুপুর), মমতাজ (সিরাজগঞ্জ), মোহনা (কোনাবাড়ী), রাজু (ঈশ্বরদী), অনামিকা (রোজপুর), লাইটহাউজ (পারুলিয়া), ছন্দা (কালিগঞ্জ), নসীব (সাপাহার), রংধনু (নজিপুর), আয়না (আক্কেলপুর), জনতা (জলঢাকা), সোনালী (ঘোড়াঘাট) , কেয়া (টাঙ্গাইল), মনিহার (শাহজাদপুর), অন্তরা (মেলেন্ডা) ও পূর্বাশা (শান্তাহার)।