Select Page

অপু জানালেন দেখা হবে

অপু জানালেন দেখা হবে

অন্তর্ধানের ৯ মাস পর দর্শকের সামনে আসছেন অপু বিশ্বাস। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে একাধিক চিত্রসাংবাদিককে ফোন করে এ নায়িকা নিজেই খবরটি জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি ঢাকাতেই আছি। অনেকদিন পর ফিরেছি তাই বেশ কিছু কাজ গুছাতে হচ্ছে। আগামী মাসের প্রথম দিকেই একটা সংবাদ সম্মেলন করবো। তখন সবই জানাবে এতদিন কোথায় ছিলাম, কেন ছিলাম।’

কেমন আছেন? প্রশ্নে অপু বলেন, ‘আমি ভালো আছি। আমার প্রতি আপনাদের (সংবাদমাধ্যম) আগ্রহ, খবর প্রকাশ করা, ভক্তদের প্রতিক্রিয়া— সবই উপভোগ করছি। আড়ালে না গেলে এতো ভালোবাসা হয়তো টের পেতাম না। আমি সবার কাছে কৃতজ্ঞ।’

হঠাৎ আড়াল হয়ে যাওয়া প্রসঙ্গে বললেন, ‘আমি শুধু অভিনয়শিল্পী নই। আমি একজন মানুষও। কাজ করতে করতে মনে হয়েছিলো একটু বিরতি দরকার। তাই দূরে ছিলাম, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই। আমার এই ব্যক্তিস্বাধীনতার জন্য ভক্ত-দর্শকদের কাছে ক্ষমা চাইছি।’

আরো জানান, কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন করে আত্মপ্রকাশ করবেন তিনি। এর আগে তেমন কিছু জানাতে চান না। ধীরে ধীরে সব আপডেট দেবেন, ফেসবুক লাইভেও আসবেন।

অপু বলেন, ‘আমাকে নিয়ে এতদিন যারা নানা খবর ও কথা রটিয়েছেন তাদের দাঁতভাঙা জবাব পাওয়ার সময় হয়ে এসেছে। আমি মার্চ থেকে আবারো শুটিংয়ে ফিরবো।’

অপু আরো বলেন, ‘পাশাপাশি আমি ক্ষমা চাচ্ছি আমার এই অন্তর্ধানের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি কখনোই নায়িকা হিসেবে অহংকার করে শিডিউল ফাঁসাইনি। বাধ্য হয়ে আমাকে এতোদিন দেশের বাইরে থাকতে হয়েছিল। সব কিছু প্রকাশ হলে আশা করি অনেকেই তা বুঝতে পারবেন। শিগগিরই দেখা হবে।’

২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন অপু বিশ্বাস। এরপর এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’-এ প্রধান নায়িকার অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। এটি ব্যবসায়িকভাবে সফল হয়।

এরপর ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ‘দাদিমা’, ‘মিয়া বাড়ির চাকর’, ‘জন্ম তোমার জন্য’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’ প্রভৃতি সুপারহিট ছবিতে অভিনয় করেন অপু। কিছুদিন আগে কয়েকটি ছবির কাজ শেষ না করেই উধাও হয়ে যান তিনি। তার ফিরে আসার প্রহর গুনছে ঢালিউড।

বাংলানিউজ টোয়েন্টিফোর ও জাগো নিউজ অবলম্বনে


মন্তব্য করুন