হামলার শিকার ব্ল্যাকমানি ইউনিট
হামলার শিকার হলো সাফিউদ্দিন সাফির ব্ল্যাকমানি ইউনিট। বুধবার রাত ২টার দিকে শুটিং ইউনিটের গাড়ি ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে সীতাকুণ্ডে পৌঁছালে বোমা হামলার শিকার হয়। পিকেটাররা ইউনিটের গাড়িকে লক্ষ্য করে পরপর তিন-চারটি বোমা নিক্ষেপ করে।
এ সম্পর্কে পরিচালক সাফি উদ্দিন সাফি ঢালিউড২৪’কে বলেন, ‘আমরা শুটিংয়ের উদ্দেশ্যে চট্টগ্রামে যাচ্ছিলাম, হাঠাৎ করেই আমাদের গাড়িতে হরতাল সমর্থকরা বোমা হামলা করে। আল্লাহ্ রহমতে আমরা আমরা সবাই সুস্থ আছি। আজ সকালে আমরা ঠিকঠাক মত আমদের গন্তব্যে পৌঁছিয়েছি।’
হামলার সময় গাড়িটিতে ছিলেন সাফিউদ্দিন সাফি, নায়ক সাইমন সাদিক, নায়িকা মৌসুমী হামিদসহ ছবিটির অন্যান্য কলাকুশলীরা।
১৮ নভেম্বর রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং স্পটে মহরতের মধ্য দিয়ে ‘ব্ল্যাকমানি’ র প্রথম লটের শুটিং শুরু হয়। বর্তমানে ছবিটির শেষ ভাগের শুটিং চলছে। চট্টগ্রামে ছবিটির একটি গানের দৃশ্য ধারণ হবে।