Select Page

হিট গান থেকে নির্মিত তিনটি হিট সিনেমা

হিট গান থেকে নির্মিত তিনটি হিট সিনেমা

ঢাকার শিল্পীদের অনেক হিট গান পরবর্তীতে সিনেমায় ব্যবহৃত হয়ে দর্শকের আরো কাছে পৌঁছেছে। এর মধ্যে গুটিকয়েক গান আলাদা, যেগুলোর শিরোনামই হয়েছে ছবির শিরোনাম, যা ছিল সিনেমার জনপ্রিয়তার অন্যতম কারণও। তেমন তিনটি গান ও সিনেমা।

পাগল মন: দিলরুবা খানের একই শিরোনামের অ্যালবামের গান এটি। কথা লিখেছেন কায়সার আহমেদ, সুর আশরাফ উদাসের। এ অ্যালবাম প্রায় কোটি কপি বিক্রি হলেও শিল্পী সে অর্থে টাকা পাননি। কিন্তু দিলরুবার খ্যাতি ছড়িয়ে পড়ে দেশ ও বিদেশে। পরে এ নামের সিনেমা নির্মাণ করে সফল হন তোজাম্মেল হক বকুল।

১৯৯৩ সালের শুরুর দিকে রিলিজ হয় দিলরুবা খানের সুপারহিট ‘পাগল মন’ গানটি। কাছাকাছি সময়ে গানটিকে থিম ধরেই ফোক রোমান্টিক ছবি নির্মাণ করেন ‘বেদের মেয়ে জোছনা’-খ্যাত তোজাম্মেল হক বকুল। প্রধান নায়িকা করেছিলেন শিশুশিল্পী হিসেবে পরিচিত অন্তরা। সঙ্গে ছিলেন মেহেদী, যিনি পরবর্তীতে অশ্লীল ছবির নায়ক হিসেবেই স্থায়ী পরিচিত পান। নতুন দুটি মুখ নিয়েই ‘পাগল মন’ সুপার-ডুপার হিট হয়। পরে একই জুটিকে নিয়ে বকুল নির্মাণ করেন আরেক হিট ছবি ‘বালিকা হলো বধূ’। বছর দুয়েক আগে ‘বীর’ সিনেমায় গানটির অন্তরা ব্যবহার করে জটিলতায় পড়েন শাকিব খান। পরে আদালতের বাইরে মিটমাট হয়।

ও প্রিয়া তুমি কোথায়: ২০০১ সালে ইথুন বাবুর কথা-সুরে প্রকাশ হয় আসিফ আকবরের একই শিরোনামের স্টুডিও অ্যালবাম। শিরোনামের সংগীতটি শোনেনি এমন মানুষ কম পাওয়া যাবে। অডিও অ্যালবাম বিক্রি হয় ৬০ লাখ কপির বেশি। সিডিতেও রমরমা ব্যবসা করে।

পরের বছরই এ শিরোনামে নির্মিত ছবি দারুণ জনপ্রিয়তা পায়। শাহাদাত হোসেন লিটনের পরিচালনায় অভিনয় করেন শাবনূর, রিয়াজ ও শাকিব খান। আর ব্যবসাসফল ছবিটিতে ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানে ঠোঁট মেলান রিয়াজ।

ভালোবাসলেই ঘর বাঁধা যায় না: আশির দশকের জনপ্রিয় গানটিতে কণ্ঠ দিয়েছে শাম্মী আখতার। সিনেমা ও আধুনিক মিলিয়ে একটু ভিন্ন ধারার কণ্ঠে তিনি বেশ জনপ্রিয় ছিলেন সেই সময়। তার স্মরণীয় গান ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ লেখেন মনিরুজ্জামান মনির ও সুর করেন শেখ সাদী খান। অ্যালবাম আকারে গানটি ততটা না ছড়ালেও টিভি ও রেডিও’র কল্যাণে রীতিমতো ক্ল্যাসিক গানে বনে গেছে।

ঠিক এই গানটিকে নিজের সিনেমার থিম করেছেন পরিচ্ছন্ন নির্মাতা জাকির হোসেন রাজু। ‘ভালবাসলেই ঘর বাঁধা যায় না’ শিরোনামের সিনেমাটি মুক্তি পায় ২০১০ সালে। ত্রিভুজ প্রেমের এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস ও রুমানা খান। চিত্রায়নে ছিলেন রুমানা। ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১০ এ মোট সাতটি বিভাগে পুরস্কার পায়। যার মাধ্যমে নিজের একমাত্র জাতীয় চলচ্চিত্রটি জেতেন কণ্ঠশিল্পী শাম্মী আখতার।


Leave a reply