Select Page

হিট ছবির নায়িকা সাহারা

হিট ছবির নায়িকা সাহারা

সাহারা ২০০০ পরবর্তী উল্লেখযোগ্য একজন নায়িকা। সৌন্দর্য ও অভিনয়ের সমান মিশেল ছিল তার মধ্যে। ফিগার মোটা হলেও দেখতে ভালো লাগত। তার ডাগর চোখ দুটি অসাধারণ।

নায়কনির্ভর যে দিকটি অন্য নায়িকার জন্য ইন্ডাস্ট্রিতে চাউর তখন সাহারা এর বাইরে ছিল কারণ তার নিজের অভিনয়প্রতিভা ছিল। মূলনাম নূরজাহান আক্তার রুনা। চলচ্চিত্র নাম সাহারা। বিয়ে হয় ২০১৫ সালে। খুব বেশিদিন কাজ না করলেও ব্যবসাসফল ও হিট ছবি তার আছে। প্রথম ছবি ‘রুখে দাঁড়াও’ (২০০৪)।

কমার্শিয়াল ছবির জন্য সাহারা ছিল পারফেক্ট নায়িকা। তার সময়ের ব্যস্ত নায়কদের সাথে কাজ করেছে তবে শাকিব খানের সাথে তার সবচেয়ে বেশি ছবি এবং ভালো জুটি ছিল। এ জুটির উল্লেখযোগ্য ছবি – প্রিয়া আমার প্রিয়া, ভাড়াটে খুনি, ভালোবেসে মরতে পারি, খোদার পরে মা, সন্তানের মতো সন্তান, আমাদের ছোট সাহেব, টাইগার নাম্বার ওয়ান, ডন নাম্বার ওয়ান, বস নাম্বার ওয়ান, মাই নেম ইজ সুলতান, আমার চ্যালেঞ্জ, প্রেম কয়েদি, সাহেব নামে গোলাম, সাথী হারা নাগিন, নষ্ট ছাত্র।’অন্যান্য নায়কদের মধ্যে রিয়াজের সাথে ‘ভালোবেসে বউ আনব’, আমিন খানের সাথে ‘মাস্তান নাম্বার ওয়ান’, মারুফের সাথে ‘অশান্ত মন, দারোয়ানের ছেলে’, ইমনের সাথে ‘আমার পৃথিবী তুমি’, সম্রাটের সাথে ‘মন দিয়েছি তোমাকে’ ছবিগুলো আছে।

সাহারা-র কিছু জনপ্রিয় গান :মন ভাসাইয়া প্রেমের সাম্পানে – বলব কথা বাসর ঘরে, চুপি চুপি কথা বলো না – প্রিয়া আমার প্রিয়া, আমি যে তোমারই প্রেমেতে পড়েছি – প্রিয়া আমার প্রিয়া, নিঃশ্বাস আমার তুমি – প্রিয়া আমার প্রিয়া, এক দেখাতে জানা শোনা – আমার চ্যালেঞ্জ, তোর কারণে বেঁচে আছি – প্রেম কয়েদী।

সাহারার সাথে শাকিবের আরো ছবি থাকলে শাকিবের জন্য ভালো হত। এমনকি ‘প্রিয়া আমার প্রিয়া’ তখনকার নায়িকাদের মধ্যে সাহারার সাথেই শাকিবের সবচেয়ে বেশি ব্যবসাসফল হিট ছবি এটাই ছিল। অভিনয়ের কথা বললে কমার্শিয়াল ছবিতে যে ধরনের অভিনয় দরকার সাহারা সেটাই করত। ‘প্রিয়া আমার প্রিয়া’-ই তার সেরা ছবি। অভিনয় চমৎকার ছিল। শাকিবের পাশাপাশি তারও চরিত্রের পূর্ণাঙ্গ গুরুত্ব ছিল কমবেশি ছিল না তাই অভিনয়টা ভালোভাবেই করেছে।

অন্যান্য ছবির মধ্যে ‘সন্তানের মতো সন্তান, খোদার পরে মা’ এগুলোতে নায়কের পাশাপাশি তারও অভিনয়ের যথেষ্ট সুযোগ ছিল। স্যাক্রিফাইসিং রোলে ‘ভালোবেসে বউ আনব’ ছবিতেও ভালো অভিনয় করেছে। সাহারা স্টাইলিশ ছিল। তার কস্টিউম খেয়াল করলে বোঝা যায়। চুল চুল কালার করত নিজের মতো করে। একটা স্মার্টনেস মেইনটেইন করত। সাহারাকে যথেষ্ট সেন্সিবল মনে হয়েছে। ক্যারিয়ারটা ঠিক সময়েই ইতি টেনেছে। নিজের রাজত্ব করার একটা সময় থাকে এবং যখন সেটা কমে আসে আর সময় নষ্ট না করে থেমে যাওয়া উচিত। সাহারা এ কাজটা করেছে। যতটুকু কাজ করেছে তার মধ্যেই তাকে নিয়ে কথা বলা যাবে।


Leave a reply