Select Page

হিন্দি সিনেমা আমদানিতে বাজারে নতুন প্রতিদ্বন্দ্বী অভি কথাচিত্র

হিন্দি সিনেমা আমদানিতে বাজারে নতুন প্রতিদ্বন্দ্বী অভি কথাচিত্র

দেশীয় পুরোনো সিনেমার বদলে তরতাজা হিন্দি সিনেমা আমদানির দৌড়ে পরপর খবরের শিরোনাম হচ্ছে অভি কথাচিত্র। এতদিন এ খাতে অনন্য মামুনের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এগিয়ে থাকলেও বর্তমানে এ নির্মাতা নামমাত্র যৌথ প্রযোজনা ‘দরদ’-এর প্রচারণায় ব্যস্ত। এ সুযোগ দুই-দুটি বলিউড সিনেমা আমদানি ঘোষণা দিলেন জাহিদ হাসান অভি।

‘ভুল ভুলাইয়া থ্রি’ ছবিতে কার্তিক আরিয়ান

প্রথম শোনা যায়, ‘স্ত্রী টু’ বাংলাদেশে আমদানি করছেন অভি। এখন বলা হচ্ছে, ভারতের সঙ্গে একইদিন ‘ভুল ভুলাইয়া থ্রি’ মুক্তির দৌড়ে সামিল হচ্ছেন এক সময়ের সম্ভাবনাময় প্রযোজনা ও পরিবেশনা সংস্থা অভি কথাচিত্র।

২০২৩ সালের জুনে মুক্তি পেয়েছিল মাহফুজ আহমেদ অভিনীত ‘প্রহেলিকা’। ছবিটি আলোচনায় থাকলেও কত টাকা ব্যবসা করেছে, সে ব্যাপারে কিছুই জানা যায়নি। আর এর বিপরীতে বাংলাদেশে আসছে ১৪ আগস্ট মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘স্ত্রী টু’। মুক্তির পর এই ছবি ভারতীয় বক্স অফিস থেকে আয় করে নিয়েছে ৮৮০ কোটি রুপি।

বাংলাদেশ ও ভারতে ‘স্ত্রী টু’ ও ‘প্রহেলিকা’ ছবি দুটির পরিবেশনায় আছে অভি কথাচিত্র। ভারতে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আছে এসএসআর নামের আরেকটি প্রতিষ্ঠান। ৮৮০ কোটি রুপি আয় করা ভারতীয় ছবিটি মাত্র দুই হাজারে ডলারে (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৪০ হাজার টাকা প্রায়) আমদানি করছে ‘দ্য অভি কথাচিত্র’। এ তথ্য দিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠানটি।

আমদানিকারক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সব ঠিক থাকলে ২৫ অক্টোবর বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে ‘স্ত্রী টু’ ছবিটি। তবে বাংলাদেশি ছবির বেলায় যা হয়, ‘প্রহেলিকা’ ভারতে কবে মুক্তি পাবে তা স্পষ্ট নয়।

এদিকে বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ভুলভুলাইয়া’র তৃতীয় কিস্তি আসছে আগামী ১ নভেম্বর। জানা গেছে, ভারতের একই দিনে বাংলাদেশে সিনেমাটি মুক্তির চেষ্টা করছে অভি কথাচিত্র। এতে বিনিময় হিসেবে যাচ্ছে মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’।

বিষয়টি নিশ্চিত করে ঢাকার পরিবেশক অভি কথাচিত্রের জাহিদ হাসান গণমাধ্যমে জানান, সরকারি যাবতীয় নীতিমালা সিনেমাটি মেনেই ছবিটি আমদানি করা হচ্ছে। ‘রাত জাগা ফুল’ সিনেমার বিনিময়ে বাংলাদেশে ‘ভুলভুলাইয়া থ্রি’ মুক্তি পেতে যাচ্ছে। আশা রাখি এ সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া যাবে।

উল্লেখ্য যে মাঝে বলিউড সিনেমা আমদানি নিয়ে অনন্য মামুনের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছিল আব্দুল আজিজের জাজ মাল্টিমিডিয়া। তবে অল্প দিনে সেই যুদ্ধে হার মেনে নেয় প্রতিষ্ঠানটি।


মন্তব্য করুন