‘হিরো-দ্য সুপারস্টার’
অভিনয় ক্যারিয়ারের প্রায় ১৬ বছরে বৈচিত্র্যপূর্ণ সব চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন শাকিব খান। দীর্ঘদিন ধরে ঢালিউডে রাজত্ব করছেন। শাকিব অভিনীত চলচ্চিত্র মানেই বক্স অফিসে ঝড় ওঠা। নায়ক হিসেবে এই সাফল্যের পাশপাশি এবার প্রযোজক হিসেবে অভিষেক ঘটল তার। শাকিবের প্রথম প্রযোজনায় নির্মাণ হবে চলচ্চিত্র ‘হিরো-দ্য সুপার স্টার’।
আসছে বিশ্ব ভালোবাসা দিবসে শুরু হবে এর শুটিং।
চলচ্চিত্রটি পরিচালনা করবেন বদিউল আলম খোকন। পাণ্ডুলিপি তৈরি করছেন কাশেম আলী দুলাল। রোমান্টিক ও অ্যাকশানধর্মী গল্পের এ চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে থাকছেন দুই নায়িকা অপু বিশ্বাস ও ববি।
শাকিব খান বলেন, আন্তর্জাতিক বাজারে মুক্তির বিষয়টি মাথায় রেখেই উন্নত প্রযুক্তিতে চলচ্চিত্রটি নির্মাণ হবে। সে ক্ষেত্রে বিগ বাজেট ও অ্যারেঞ্জমেন্টের চলচ্চিত্র হবে এটি। তিনি জানান, চিত্রায়নের ক্ষেত্রে ব্যবহার করা হবে অত্যাধুনিক অ্যালেক্সা ক্যামেরা। পোস্ট প্রোডাকশনের কাজ হবে মুম্বাই অথবা থাইল্যান্ডে। বহির্দৃশ্য ধারণ করা হবে লন্ডন এবং স্কটল্যান্ডে। ১৪ ফেব্রুয়ারি শুটিং শুরু হয়ে টানা একমাস এখানে কাজ চলার পর লন্ডন ও স্কটল্যান্ডে নির্মাণ কাজ সম্পন্ন হবে। আগামী বছরই কোনো উৎসব পার্বণে মুক্তি পাবে ‘হিরো- দ্য সুপার স্টার’।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন
চলচ্চিত্রটির বিশ্ব পরিবেশনার দায়িত্বে থাকবে শাকিব খানের প্রযোজনা সংস্থা এস কে ফিল্মস।
I WAIT FOR YOUR MOVI,I LIKE IT
GOT