হেলেন এলেন চলচ্চিত্রে
ঢাকাই চলচ্চিত্রের নবাগত অভিনয়শিল্পী হিসেবে যোগ দিচ্ছেন আরেকজন নতুন মুখ। এরই মধ্যে পরিচালক ও প্রযোজকের কাছ থেকে মৌখিকভাবে চলচ্চিত্রে অভিনয়ের জন্য ইতিবাচক সংকেতও পেয়েছেন তিনি। দিনকয়েকের মধ্যেই কাগজে-কলমে চুক্তিবদ্ধ হবেন। নবাগত এই নায়িকার নাম প্রীতি জয়েস হেলেন।
ইতিমধ্যে হেলেন বেশ কয়েকটি নাটক, বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন। তানজীব সারোয়ারের জনপ্রিয় গান ‘দিল আমার’ এর মিউজিক ভিডিওর মাধ্যমে পরিচিতি লাভ করেন হেলেন। অচিরেই নিরবের সাথে জুটি বেঁধে তাকে দেখা যাবে আলী আজাদের পরিচালিত “দেশ আমাদের” চলচ্চিত্রে।
হেলেনের স্বপ্ন ছিল চলচ্চিত্রের নায়িকা হওয়ার। সেই স্বপ্ন পূরণ হয়েছে। তিনি বড় মাপের একজন অভিনেত্রী হতে চান। সেই স্বপ্ন পূরণে নাকি হেলেনকে প্রাথমিক সহযোগিতা করেছেন নিরব।
হেলেন বলেন, ‘নাটকে অভিনয়ের কারণেই নিরব ভাইয়ের সঙ্গে পরিচয়। এরপর একদিন ফেসবুকে কথায় কথায় তাঁকে আমার ইচ্ছার কথা জানাই। তিনিও বিষয়টি খুব ইতিবাচকভাবে নেন। এর কিছুদিনের মধ্যে ছবিতে অভিনয়ের প্রস্তাব পাই।’
এখন পর্যন্ত বেশ কয়েকটি ভালো চলচ্চিত্রে অভিনয় করে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছেন চিত্রনায়ক নিরব। আবার নিরবের হাত ধরে আমাদের চলচ্চিত্রাঙ্গনে দু’জন নায়িকারও আবির্ভাব হয়েছে। একজন অমৃতা খান, অন্যজন তানহা। নিরবের বিপরীতে অমৃতা খানের অভিষেক হয় ‘গেম’ চলচ্চিত্রে। অন্য দিকে তানহার অভিষেক হতে যাচ্ছে নিরবের বিপরীতে ‘ভোলা তো যায় না তারে’ চলচ্চিত্রের মাধ্যমে। এখন আসছেন হেলেন।
‘রোমান্টিক ও দেশপ্রেমমূলক কাহিনী নিয়ে এই ছবির গল্প আবর্তিত হয়েছে। আলী আজাদের কাহিনি, সংলাপ এবং চিত্রনাট্যে আগামী ১লা নভেম্বর থেকে শুরু হবে হেলেনের প্রথম ছবির কাজ।