Select Page

১০ মার্চ থেকে প্রাঙ্গণেমোর এর নাট্যমেলা

১০ মার্চ থেকে প্রাঙ্গণেমোর এর নাট্যমেলা

৭ম বারের মতো নাট্যমেলার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশের প্রথম সারির নাট্যদল প্রাঙ্গণেমোর। ১০ মার্চ  সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে ‘প্রাঙ্গণেমোর দুই বাংলার নাট্যমেলা ২০১৭’-এর উদ্বোধন হবে। উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অভিনেতা ও নির্দেশক আসাদুজ্জামান নূর এমপি এবং ভারতীয় দূতাবাসের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

‘তোমার যেখানে সাধ চলে যাও, আমি এই বাংলার পারে রয়ে যাবো’ – এই স্লোগান নিয়ে শুরু হতে যাওয়া ৯ দিন ব্যাপী এ নাট্যমেলায় দুই বাংলার মোট নয়টি নাটক মঞ্চায়িত হবে। এর মধ্যে বাংলাদেশের নাটক চারটি। বাংলাদেশের নাটকগুলো হচ্ছে লোকনাট্যদলের ‘কঞ্জুস’, সুবচন নাট্য সংসদের ‘প্রণয় যমুনা’, নাগরিক নাট্যাঙ্গনের ‘গহর বাদশা ও বানেছা পরী’, থিয়েটার আর্ট ইউনিটের ‘মর্ষকাম’ এবং আয়োজক দল প্রাঙ্গণেমোরের ‘আমি ও রবীন্দ্রনাথ’।

ভারতের নাটকগুলো হচ্ছে কলকাতার সংসৃতি নাট্য দলের ‘ব্রেন’, নিভা আর্টস-এর ‘ওরা আট জন’, কল্যাণীর কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের ‘নূরলদীনের সারা জীবন’ ও দিল্লির বাংলা নাটকের দল গ্রীণরুম থিয়েটারের ‘অসুখ’। প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে নাটক শুরু হবে।

প্রয়াত অভিনেতা ও নির্দেশক খালেদ খানের স্মৃতি স্মরণে প্রাঙ্গণেমোর নাট্যদল এ বছর থেকে বছরের সেরা নাটক নির্বাচন করে ‘প্রাঙ্গণেমোর যুবরাজ সেরা নাটক পদক ২০১৬’ করবে। নাট্যমেলার শেষ দিনে এ পুরষ্কার প্রদান করা হবে। প্রাঙ্গণেমোর জুড়িবোর্ড ২০১৬ সালে মঞ্চে আসা নতুন নাটক থেকে বাছাই করে এ পদকের জন্য ৩টি নাটক প্রাথমিকভাবে মনোনীত করেছে। নাটক ৩টি হচ্ছে বটতলা’র ‘ক্রাচের কর্নেল’, নাগরিক নাট্যাঙ্গণের ‘গহর বাদশা ও বানেছা পরী’ এবং যশোরের ব্বির্তণ নাট্যদলের নাটক ‘মাতব্রিং’।

 

[su_table]

তারিখনাটকনির্দেশকনাট্যদল
১০ মার্চব্রেনদেবেশ চট্টোপাধ্যায়সংসৃতি, কোলকাতা
১১ মার্চআমি ও রবীন্দ্রনাথনূনা আফরোজপ্রাঙ্গণেমোর, ঢাকা
১২ মার্চঅসুখঅঞ্জন কাঞ্জিলালগ্রিন রুম থিয়েটার, দিল্পী
১৩ মার্চগহর বাদশা বানেছা পরীহৃদি হকনাগরিক নাট্যাঙ্গন, ঢাকা
১৪ মার্চকঞ্জুসলিয়াকত আলী লাকীলোক নাট্যদল, ঢাকা
১৫ মার্চওরা আট জনচন্দন সেননিভা আর্টস, কোলকাতা
১৬ মার্চমর্ষকামরোকেয়া রফিক বেবীথিয়েটার আর্ট ইউনিট, ঢাকা
১৭ মার্চপ্ৰণয় যমুনাসুদ্বীপ চক্রবর্তীসুবচন নাট্য সংসদ, ঢাকা
১৮ মার্চনূরুলদীনের সারাজীবনকিশোর সেনগুপ্তকল্যাণী নাট্যচর্চা কেন্দ্র, ভারত

[/su_table]


Leave a reply