
১১ দিনেই ছবি শেষ

স্টার প্লাস প্রযোজিত ছবিটি নিয়ে আকবর কালের কন্ঠকে বলেন, ‘শিল্পীদের শিডিউল ছিল না বলে এক লটেই ছবিটির কাজ শেষ করার পরিকল্পনা নিয়ে আমরা চিত্রনাট্য তৈরি করেছিলাম। এমন একটি লোকেশন নির্বাচন করেছিলাম যেন গান, মারপিট ও ড্রামা দৃশ্যগুলো একেবারেই কাছে ফেলা যায়। শিল্পী ও কলাকুশলীরা আমাকে বেশ সহযোগিতা করেছেন বলে মাত্র ১১ দিনে শেষ করতে পেরেছি।’
তিনি আরো বলেন, ‘এত অল্প সময়ে যে ছবিটি নির্মাণ করা হয়েছে, তা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে বুঝতে পারবেন না। আমার অন্যান্য ছবির মতো এই ছবিটিও তাঁদের ভালো লাগবে।’