১২ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘রাত্রির যাত্রী’
দুই দশকের বেশি সময় ধরে ঢালিউডে রাজত্ব করছেন মৌসুমী। হালে অবশ্য তাকে একক নায়িকা হিসেবে খুব একটা দেখা যাচ্ছে না। এবার ‘রাত্রির যাত্রী’র গল্প আবর্তিত হবে তাকে ঘিরে।
২০১৪ সালে ‘রাত্রির যাত্রী’র শুটিং শুরু হয়, শেষ হয় ২০১৬ সালে। সম্প্রতি মিলেছে সেন্সর ছাড়পত্র। পরিচালক হাবিবুল ইসলাম হাবিল জানালেন, অক্টোবরে মুক্তি পাবে সিনেমাটি।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বহুল আলোচিত সিনেমা রাত্রির যাত্রী আগামী ১২ই অক্টোবর’২০১৮ শুক্রবার মহান আল্লাহ পাকের দয়া এবং করুণায় সারাদেশব্যাপী মুক্তি পাবে ইনশালল্লাহ। আমরা সবার দোয়া এবং সহযোগিতা আশা করছি প্রিয় বন্ধুরা।’
ইতোমধ্যে ‘রাত্রির যাত্রী’র প্রচারণায় অভিনব পদক্ষেপ নিয়েছেন নির্মাতা। সারাদেশে এক ঝাঁক স্বেচ্ছাসেবী সিনেমাটির প্রচারণায় কাজ করছেন।
‘রাত্রির যাত্রী’তে মৌসুমীর বিপরীতে থাকছেন টিভিপর্দার প্রিয়মুখ আনিসুর রহমান মিলন।
সিনেমাটিতে আরো অভিনয় করেছেন সালাহ উদ্দিন লাভলু, এটিএম শামসুজ্জামান, শহিদুল আলম সাচ্চু, নায়লা নাঈম, মারজুক রাসেল, অরুণা বিশ্বাস, সাদিয়া আরেফিন, রেবেকা সুলতানা, শিমুল খানসহ অনেকে।