১৪৩০ সিটের মনিহারে যুক্ত হচ্ছে ৬৬ সিটের মনিহার সিনেপ্লেক্স
হাল প্রযুক্তির ছোঁয়া লেগেছে যশোরের মণিহার সিনেমা হলে। ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহটির ঠিক ওপরতলায় ৬৬ আসনের মনিহার সিনেপ্লেক্স। হলটি আগামী ১ নভেম্বর চালু হচ্ছে বলে জানালেন মণিহারের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল ইসলাম।
১৯৮৩ সালে সোহেল রানা–সুচরিতা অভিনীত ও দেওয়ান নজরুল পরিচালিত ‘জনি’ সিনেমা দিয়ে যাত্রা শুরু করে দেশের সর্ববৃহৎ সিনেমা হল মণিহার। সেই থেকে নব্বই দশক পর্যন্ত ১ হাজার ৪৩০ আসনের মণিহারে দিনে চারটি শোতেই নামত দর্শক ঢল। কিন্তু নব্বইয়ের দশকের পর দর্শক–খরার কারণে প্রদর্শন ব্যবসায় শুরু হয় মন্দা।
জিয়াউল ইসলাম বলেন, ‘বর্তমানে ভালো পরিবেশসহ নানা সুবিধার জন্য সিনেপ্লেক্সের দর্শকপ্রিয়তা বেড়েছে। মানুষেরও ভালো সিনেমা দেখার চাহিদা রয়েছে। মণিহার সিনেপ্লেক্সেও বৃহত্তর যশোরের সিনেমাপ্রেমী মানুষ পরিবারসহ বিনোদনের নতুন জায়গা খুঁজে পেতে পারেনভ’
মণিহার সিনেপ্লেক্সের কাজ প্রায় শেষ। এর মধ্যে বসানো হয়েছে উন্নত বসার ব্যবস্থা, এসি ও মনোরম লাইটিংসহ ডলবি সাউন্ড সিস্টেম। আগামী দিনে অন্যান্য তলায়ও আরো পর্দা চালুর পরিকল্পনা রয়েছে বলেন জিয়াউল ইসলাম।
১৯৮৩ সালের ৮ ডিসেম্বর ৪ বিঘা জমির ওপর মনিহার চালু হয়। যশোরের আরো চারটি সিনেমা হল বন্ধ হলেও টিকে আছে মণিহার।
খবর প্রথম আলো