২০২৩ সালে মুক্তি পাবে আরিফিন শুভর সাত সিনেমা
গত কয়েক বছরে আরিফিন শুভর হাতে গোনা কয়েকটি ছবি রিলিজ হয়েছে। সর্বশেষ দেখা গিয়েছে ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘মিশন এক্সট্রিম’-এ। মাঝে এক বছর বিরতির পর আগামী ১৩ জানুয়ারি মুক্তি পাবে পুলিশ অ্যাকশন থ্রিলারটি দ্বিতীয় কিস্তি ‘ব্ল্যাক ওয়ার’।
এই অভিনেতার ভক্তদের অভিযোগ তাকে নিয়মিত ও বছরে একাধিক সিনেমায় পাওয়া যায় ন। চলতি বছরে সেই আক্ষেপ হয়তো গুছবে। শুভ জানালেন, তাকে দেখা যাবে সাত-সাতটি ছবিতে। তা-ই যদি হয়, তবে তিনি হতে যাচ্ছেন এই বছরে মুক্তি পাওয়া সর্বাধিক সিনেমার নায়ক।
সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘ব্ল্যাক ওয়ার’ ছাড়াও রয়েছে শ্যাম বেনেগালের ‘মুজিব: একটি জাতির রূপকার’, রায়হান রাফী ‘নূর’ ও অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’। রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল ফিল্ম ‘ঊনিশ২০’। তবে নিশ্চিত করলেও বাকি দুটি ছবির খবর জানাননি শুভ।