২০ নম্বর সার্জারিতে পাকস্থলী কাটা পড়ল সুমনের
দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন অর্থহীন ব্যান্ডের ভোকাল ‘বেজবাবা’ খ্যাত সুমন। একের পর এক অস্ত্রোপচার করতে হয়েছে তাঁর শরীরে। বৃহস্পতিবার ভোরে ব্যাংককের বিএনএইচ হাসতাপাতালে সুমনের পাকস্থলীই কেটে ফেলে দিয়েছেন সার্জন! ছোট-বড় মিলিয়ে এটি সুমনের শরীরে ২০ নম্বর অস্ত্রোপচার বলে কালের কণ্ঠকে জানিয়েছেন অর্থহীনের ব্যবস্থাপক রাজু।
সার্জনের টেবিলে যাওয়ার আগে ফেসবুকে একটি লম্বা স্ট্যাটাস দেন সুমন, সঙ্গে নিজের একটি ছবি।
সেখানে লেখেন, ‘আমার পুরো পাকস্থলী কেটে ফেলে দেবে ডাক্তার। এ ছাড়া আমাকে সুস্থ করার আর কোনো উপায় নেই। সুতরাং ১৯ তারিখ থেকে সারা জীবনের জন্য আমার নরমাল খাওয়াদাওয়া বন্ধ! প্রথম মাসে শুধু লিকুইড খেতে হবে। পরের দুই মাস খেতে হবে নরম খাবার। অস্ত্রোপচারের তিন মাস পর থেকে নরমাল খাবার প্রতি বেলা এক টেবিল চামচ পরিমাণ খেতে পারব। সারা জীবন নিউট্রিশন সাপ্লিমেন্ট খেয়ে চলতে হবে। জীবনের বেশির ভাগ সময়ই অনেক মোটা ছিলাম। ওজন ছিল ১৭৪ কেজি! কারণ আমি খেতে ভালোবাসি, সুতরাং অনেক খেতাম। জীবনে যা খেতে ইচ্ছা করেছে, সেটাই খেয়েছি। তাই এই অস্ত্রোপচার নিয়ে খুব একটা দুঃখ নেই। আর খেতে না পারলেও সেটা পুষিয়ে নিয়েছি। আমি অসম্ভব ভাগ্যবান একজন মানুষ। আমার ফ্যামিলির সবাই আমার জন্য অনেক করেছেন, এখনো করে যাচ্ছেন। তাঁদের ছাড়া এত দিন মনে হয় বাঁচতাম না। এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, আমার দুঃসময়ে পাশে থাকার জন্য। আবার দেখা হবে কোনো এক কনসার্টে! সবাই ভালো থাকবেন। এত তাড়াতাড়ি হারিয়ে যাওয়ার জন্য আসিনি! সুস্থ হয়ে আসি, তারপর স্টেজ কাঁপবে! আপাতত বিদায়। ’