Select Page

২২ দিন শুটিংয়ে শেষ হবে ‘সংবাদ’

২২ দিন শুটিংয়ে শেষ হবে ‘সংবাদ’

সোহেল আরমানের সিনেমা ভাগ্য ততটা সুপ্রসন্ন। এবার সম্ভবত পুরোনো বিড়ম্বনা এড়াতে এক মাসের মধ্যে শেষ করতে চাইছেন ক্যারিয়ারের তৃতীয় সিনেমা ‘সংবাদ’। সব মিলিয়ে ২২ দিন শুটিং হবে বলে জানান তিনি।

‘সংবাদ’-এ অভিনয় করছেন টিভি পর্দার জনপ্রিয় তিন মুখ ইরফান সাজ্জাদ, আইশা খান ও সোহেল মণ্ডল। এর মধ্যে অল্প পরিসরে দুই নায়কের বড় পর্দায় কাজের অভিজ্ঞতা থাকলেও আইশা এ মাধ্যমে একদম নবাগত।।

২০১৫ সালে শাকিব খান ও বিন্দু অভিনীত ‘এই তো প্রেম’ মুক্তি পায়। বারবার শুটিং বিড়ম্বরা ও বিপত্তি শেষে সিনেমাটি মুক্তি পেলেও ততটা সাড়া জাগাতে পারেনি। তবে হাবিব ওয়াহিদের করা সিনেমার গানগুলো এখনো তুমুল জনপ্রিয়। এরপর দ্বিতীয় চলচ্চিত্র ‘ভ্রমর’ শুরু করলেও গত আট বছরে ৪০ শতাংশ কাজে থেমে আছে এবিএম সুমন অভিনীত সিনেমাটি। তবে অচিরেই শেষ করতে চান বলে জানান সোহেল আরমান। তার আগেই ঘোষণা দিলেন তৃতীয় নির্মাণের।

সোহেল আরমান জানান, শিগগিরই মহরতের মাধ্যমে ‘সংবাদ’-এর শুটিংয়ের পরিকল্পনা ও বিস্তারিত জানানো হবে।

সিনেমা নির্মাণে বরাবরই লম্বা বিরতি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আমি কখনও সংখ্যা বাড়ানোর চিন্তা করে কাজ করি না। প্রয়োজনে কাজ কম করবো। দর্শকের মনে গেঁথে যাবে এমন কিছু করার চেষ্টা থাকে সবসময়। আশা করছি, দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছেন।’

সিনেমার গল্প প্রসঙ্গে সোহেল আরমান বলেন, ‘গল্পটা অনেক পুরনো, ১৮৭২ সালের। সে সময়ের জমিদার বাড়ির একটি হারানো গল্পে এটি নির্মিত হবে। তবে প্রেমের নয়, একটা গ্রামের গল্প। জমিদার বাড়ির চুরি যাওয়া গল্প যেটা পেয়েছি এক সাংবাদিকের মাধ্যমে। আপাতত এটুকুই। বাকিটুকু খুব শিগগিরই সংবাদ সম্মেলন করে জানাব।’

ইরফান সাজ্জাদ বলেন, ‘অনেক দিন পর নতুন সিনেমায় যুক্ত হয়েছি। একেবারে নতুন একটি চরিত্রে দেখা যাবে আমায়। জমিদারদের শাসন ও শোষণ এ গল্পে তুলে ধরা হবে। এ সময়ের দর্শকদের কথা চিন্তা করে গল্পটি তৈরি করেছেন আরমান ভাই। গল্পটি আমার অনেক বেশি ভালো লেগেছে। চ্যালেঞ্জিং একটি চরিত্র। আশা করছি, সবার পছন্দ হবে।’

আইশা খান বলেন, ‘গল্পটা অনেক সুন্দর, যার কারণে কিছু চিন্তা না করেই কাজটি করতে রাজি হয়েছি। আমার চরিত্রে চমক আছে, যা সিনেমাটি মুক্তি পেলে দর্শক দেখতে পারবে।’

সোহেল মণ্ডল বলেন, ‘এটি একটি সম্পর্কের গল্প। এর আগে এ ধরনের চরিত্রে কাজ করিনি। এই মুহূর্তে চরিত্র নিয়ে কিছু বলা যাবে না। এটা দর্শকদের জন্য তোলা থাক।’

ভয়েস টুডে’র ব্যানারে নির্মিতব্য সিনেমাটির গল্প লেখার পাশাপাশি প্রযোজনা করছেন এন এ খোকন। সিনেমাটির চিত্রনাট্য করেছেন সোহেল আরমান নিজেই। আগামী ১ জুন শুরু হয়ে ১৩ জুন পর্যন্ত প্রথম লটের শুটিং চলবে বলে জানান নির্মাতা। একই মাসের ২১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত একটানা কাজ করে শেষ হবে সিনেমার পুরো দৃশ্য ধারণ।


মন্তব্য করুন