Select Page

২৯ হলে মুক্তি পেল ‘পবিত্র ভালোবাসা’, জেনে নিন তালিকা

২৯ হলে মুক্তি পেল ‘পবিত্র ভালোবাসা’, জেনে নিন তালিকা

# নির্মাণ করেছেন ‘খায়রুন সুন্দরী’-খ্যাত এ কে সোহেল
# অভিনয় করেছেন মাহি, রোকন, মৌসুমী ও ফেরদৌস
# হিন্দু-মুসলিম তরুণ-তরুণীর প্রেমের গল্পে নির্মিত
# মুক্তি পেয়েছে ২৯ হলে

শুক্রবার মাহিয়া মাহি ও নবাগত নায়ক রোকনের ছবি ‘পবিত্র ভালোবাসা’। ‘খায়রুন সুন্দরী’খ্যাত নির্মাতা এ কে সোহেল এ ছবির পরিচালক। এটি সারাদেশের ২৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল।

‘পবিত্র ভালোবাসা’ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে চাটগাঁ ফিল্ম প্রোডাকশনের ব্যানারে। ছবির আরও দুটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও ফেরদৌস। ছবির অন্য চরিত্র আছেন সুজন, রেবেকা, আফজাল শরীফ, ইলিয়াস কোবরা প্রমুখ।

গল্পে দেখা যাবে, মায়াদেবী (মৌসুমী) হিন্দু সমাজের পঞ্চায়েত প্রধান। দিদার পাশা (ফেরদৌস) মুসলিম সমাজের পঞ্চায়েত প্রধান। দুজন দুজনকে গভীরভাবে ভালোবাসে। কিন্তু ধর্মীয় অনুশাসনের কারণে দুজনের ভালোবাসা বন্দি।

অপরদিকে মায়াদেবীর ছোট ভাই রাহুল (রোকন) ভালোবাসে দিদার পাশার ছোট বোন রোজীকে (মাহি)। তাদের প্রেম ভালোবাসা নিয়ে দ্বন্দ্ব-সংঘাতই এ ছবির কাহিনি।

এদিকে, আজ রাহশান নূর ও টয়া অভিনীত ‘বেঙ্গলি বিউটি’ ২য় দফায় বেশ কিছু হলে মুক্তির কথা থাকলেও এটি আপাতত হচ্ছে না বলে জানিয়েছে ছবি সংশ্লিষ্টরা।


Leave a reply