Select Page

‘আসমানী’তে তারেক মাসুদ ও তানভীর মোকাম্মেল!

‘আসমানী’তে তারেক মাসুদ ও তানভীর মোকাম্মেল!

# জসীম উদ্দিনের আসমানী কবিতা অবলম্বনে তারেক মাসুদ ও তানভীর মোকাম্মেল একটি সিনেমা বানাবেন, সেই গল্প
# পরিচালক শাখাওয়াত হোসেনের প্রথম ছবি
# ২০১৬ সালে নির্মাণ শুরু, দুই বছর পর মুক্তি
# ৬০টি মতো হলে মুক্তি পেতে পারে

সৃজনশীল নির্মাতা তানভীর মোকাম্মেল, তারেক মাসুদ একটি ছবি বানাবেন! সেই ছবিটা হচ্ছে জসীম উদ্দিনের ‘আসমানী’ কবিতার ইন্টারপ্রিটেশন। এই ছবিটা বানাতে গিয়ে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনা প্রবাহ নিয়ে  সিনেমা ‘আসমানী’। তবে ছবিতে ওইসব সৃজনশীল নির্মাতা আছেন কিনা সেটা  জানালেন না নির্মাতা এম সাখাওয়াত হোসেন। তার মতে, মানুষ ছবি দেখে বুঝতে পারবে।

আগামী ১২ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে  সাখাওয়াত হোসেনের  পরিচালনায় প্রথম ছবি ‘আসমানী’। এতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী ও সুস্মি।

‘আসমানী’র সর্বশেষ খবর জানিয়ে নির্মাতা চ্যানেল আই অনলাইনকে  জানান, বর্তমানে ছবির হল বুকিং দিচ্ছেন।তিনি বলেন, আমার কনটেন্ট ভালো। তুলনামূলক হল কম পেলেও সমস্যা নেই। প্রথমে ৬০ টির মতো হলে মুক্তির ইচ্ছে আছে। মুক্তির পর দর্শকদের কাছে ভালো লাগলে পরে দর্শকদের আগ্রহেই হল বাড়বে।

নির্মাতা এম সাখাওয়াত হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, এই ছবির কোনো টার্গেট দর্শক নেই। এমন নয় যে বুদ্ধিজীবিরা এই ছবি দেখবেন, শ্রমিকরা দেখতে পারবেন না। সব শ্রেণীর দর্শকদের ভালো লাগবে ‘আসমানী’। সব মশলাই আমসামীতে আছে। তিনি বলেন, পরিচালকের ফিল্ম মেকিংয়ের প্রক্রিয়া নিয়ে ছবিটি। ‘আসমানী’ মৌলিক গল্পের শতভাগ সিনেমা। এটি হৃদয়স্পর্শী একটি গল্প।

২০১৬ সালে শুরু হয় ‘আসমানী’র কাজ। মুক্তি পেতে যাচ্ছে ২০১৮ সালে। মুক্তি দিতে এত দেরী কেন?-এমন প্রশ্নে পরিচালক বলেন, ছবির চরিত্রের জন্য একজনকে ওজন বাড়াতে হবে, আবার এক সময় কমাতে হবে। গল্পের জন্যই দেরী করে বানাতে হয়েছে। কাজটা যাতে ভালো হয় সেদিকে খেয়াল করেছি। সময় চলে যাচ্ছে কিনা সেটা দেখিনি। কোথাও কোনো ঘাটতি রাখিনি।

এ ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অরুণা বিশ্বাস, শম্পা রেজা, জয়ন্ত চট্টোপাধ্যায়, সিরাজ হায়দার, শহীদ আলমগীর প্রমুখ।

‘আসমানী’তে মোট পাঁচটি গান থাকছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মমতাজ, প্রয়াত কালিকা প্রসাদ (দোহার ব্যান্ড), সুমি (চিরকুট ব্যান্ড), অন্বেষা ও ইমরান। সংগীত পরচিালনায় রয়েছে ‘চিরকুট’ ব্যান্ড।

গেল ১২ জুলাই ছবিটি আনকাট সেন্সর সনদ লাভ করে।


মন্তব্য করুন