৫০ লাখ খরচ করে লাভ বড়জোর ২ লাখ টাকা, তাতেই খুশি মোহাম্মদ ইকবাল
এক সময় শাকিব খানকে নিয়ে কিছু হিট সিনেমা প্রযোজনা করেছিলেন মোহাম্মদ ইকবাল। এখন একের পর এক বেফাঁস মন্তব্য করে হাসির পাত্র হচ্ছেন। বছর দুই-এক হলো পরিচালনায় নাম লিখিয়েছেন। তবে ‘কিল হিম’ বা সাম্প্রতিক ‘ডেডবডি’ কোনোটিই ব্যবসায়িক সাফল্য পায়নি। তারপরও তিনি দাবি করছেন কোনো সিনেমায় তিনি ‘লস’ করেননি।
সর্বশেষ মুক্তি পায় ‘ডেডবডি’ নিয়ে বললেন, সিনেমা হলে না চললেও নানা রাইটস বিক্রি করে ১-২ লাখ লাভে থাকবেন তিনি।
এনটিভি অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই ছবির বাজেট মাত্র ৫৫ লাখ টাকা। আমি টেলিভিশন, ইউটিউব রাইটস চোখ বন্ধ করে ৩০ লক্ষ টাকা বেঁচতে পারবো। ইন্ডিয়ান রাইটস বেঁচতে পারবো আরও ১০ লক্ষ টাকা। ৪০ লাখ তো আমার এখানেই উঠে গেছে।’
পরে আবার বলেন, ‘ছবির ইন্ডিয়ান রাইটস, টেলিভিশন রাইটস এবং ইউটিউব রাইটস অলরেডি আমি বিক্রি করে ফেলেছি। আর আমার ছবিতে ৩টা স্পন্সর ছিল। সবকিছু মিলিয়ে এই ছবি থেকে হাইয়েস্ট ১-২ লক্ষ টাকা হলেও আমি লাভ করবো।’
যদিও ৫০ লাখের বিপরীতে ১ বা ২ লাখ টাকাকে লাভ বলা যায় কিনা সে প্রশ্ন করা হয়নি। মোহাম্মদ ইকবাল খুশি মনে এও জানালেন, দেড় কোটি টাকায় সিনেমা বানালে তিনি লসে থাকতেন। এখন খরচ হয়েছে মূলত শুটিং বাবদ। আর শিল্পীদের টুকটাক টাকা দিয়েছেন।
‘ডেডবডি’তে রোশান ও ওমর সানী অভিনয় করেছেন। সঙ্গে ছিলেন ভারতীয় নায়িকা। কিন্তু ইকবাল ব্যর্থতার দায় চাপালেন শ্যামল মওলার ঘাড়ে! তিনি বলেন, ‘টেলিভিশনের আর্টিস্ট নিয়ে আমি কখনো সিনেমা বানাইনি। এই প্রথম আমি টেলিভিশনের আর্টিস্ট নিয়ে সিনেমা বানিয়েছিলাম। এখানে আমি শ্যামল মাওলাকে রেখেছিলাম। এটা আমার মনে হয়-আমার ব্যর্থতা। দর্শক শ্যামল মাওলাকে ওভাবে নেয়নি। আমি আর কখনো নাটকের লোকদের দিয়ে সিনেমা বানাবো না।’