
৬ পরিচালক পেলেন আজীবন সম্মাননা

সদস্যরা হলেন- সৈয়দ শামসুল হক, কাজী হায়াৎ, এ জে মিন্টু, আকবর কবীর পিন্টু, সাঈদুর রহমান সাঈদ ও সিবি জামান। সমিতির নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই ছয় সিনিয়র নির্মাতাকে আজীবন সদস্যপদ দেওয়া হয়।
চলচ্চিত্র পরিচালক সমিতির এমন মহতী সিদ্ধান্তকে অভিনন্দন জানাচ্ছে বিএমডিবি পরিবার।