Select Page

৮ কোটি টাকা বাজেটে রুবাইয়াতের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

৮ কোটি টাকা বাজেটে রুবাইয়াতের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

 ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নামে প্রজেক্ট নিয়ে বার্লিনেল কো-প্রোডাকশন মার্কেটে অংশ নিয়েছেন রুবাইয়াত হোসেন। খবরটি জানিয়েছে আন্তর্জাতিক ম্যাগাজিন ভ্যারাইটি।

সিনেমার মূল চরিত্র নভেরার বিয়ে হবে শিগগিরই, যিনি তার হবু বরের সঙ্গে প্রেম করছেন এবং রূপকথার মতো একটি বিয়ের আয়োজনের স্বপ্ন দেখছেন।

একইসঙ্গে নভেরা গোপনে তার শরীরের সঙ্গে লড়াই করছেন। বিয়ের আচার-অনুষ্ঠানে সমস্যাটি আরও বেড়ে যায় বা সমস্যাটি নিয়ে বিয়ের আচার-অনুষ্ঠান করা সম্ভব না।

নভেরা নিয়মিত বিউটি সেলুনে যায় এবং তার শরীরকে ‘নিরাময়’ করতে ঘরোয়া প্রতিকার ব্যবহার করেন। মানসিক চাপ, উদ্বেগ ও মানসিক যন্ত্রণা যখন তার মধ্যে শিকড় গজাতে থাকে তখন সে লম্বা চুলের এক রহস্যময় নারীকে তার কল্পনায় দেখতে শুরু করে।

রুবাইয়াতের গল্প ও পরিচালনায় খনা টকিজের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন আদনান ইমতিয়াজ আহমেদ।

ভ্যারাইটি বলছে সিনেমাটির বাজেট ৮ লাখ ছিয়াত্তর হাজার মার্কিন ডলার; যা বাংলাদেশি টাকায় সাড়ে ৭ কোটি টাকারও বেশি। বাজেটের এক-তৃতীয়াংশ বাংলাদেশের প্রতিষ্ঠান থেকে তোলা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন প্রকল্পটি বার্লিনালে থাকতেই প্রযোজক, বিক্রয় এজেন্ট, কারিগরি ক্রু, ইউরোপীয় পোস্ট-প্রোডাকশন প্যাকেজের সুবিধাগুলো পাবে।

এ দিকে ১১ মার্চ মুক্তি পেতে যাচ্ছে রুবাইয়াতের এর আগের ছবি ‘শিমু’। ছবিটি ‘মেড ইন বাংলাদেশ’ নামে ইউরোপ ও আমেরিকায় প্রদর্শিত হলেও দেশে আসতে আসতে পাল্টে গেল নাম।


Leave a reply