৯২ মিনিটের সিনেমা ‘নূর’
গড়পরতা বাংলা সিনেমার দৈর্ঘ্য আড়াই ঘণ্টা থেকে পৌনে তিন ঘণ্টার হয়। এর বাইরে স্বাধীন ধারায় দৈর্ঘ্য আরো কম হয়ে থাকে। তবে বাণিজ্যিক ছবির মাঝে ব্যতিক্রম হিসেবে আসছে রায়হান রাফীর ‘নূর’।
আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত দ্বিতীয় সিনেমা ‘নূর’। যার দৈর্ঘ্য ৯২ মিনিট অর্থাৎ এক ঘণ্টা ৩২ মিনিট।
সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ‘নূর’ মুক্তির অনুমতি দিয়েছেন। প্রকাশ্যে এসেছে সেই ছাড়পত্রের সনদ। সেখানে দেখা গেল সিনেমাটির দৈর্ঘ্য এক ঘণ্টা ৩২ মিনিট।
চলতি বছরের জুলাই মাসে কারিগরি ত্রুটি থাকায় সিনেমাটির ছাড়পত্র দেয়নি সেন্সর বোর্ড। নতুন করে সম্পাদনা ও সাউন্ড ডিজাইন করে নতুন করে বোর্ডে জমা দেওয়ার নির্দেশ দেন।
ওই সময় সেন্সর বোর্ডের সদস্য পরিচালক সোহানুর রহমান সোহান বলেছিলেন, ‘ছবিটির গল্প, বিষয়বস্তু দারুণ। এসব নিয়ে বোর্ড সদস্যদের কারোই কোনো আপত্তি নেই। কিন্তু একটা ছবি জমা দিবে তার সংলাপ বোঝা যাবে না, কালার কারেকশন করা থাকবে না, ফটোগ্রাফি, সাউন্ডে সমস্যা থাকবে— ছবিটা আমরাই ভালো করে দেখতে পারি নাই। শুটিং করার সময় এটা সাউন্ড নেওয়া হয় ওটা ডাবিং না করেই তারা জমা দিয়েছে। কীভাবে এমন অসম্পূর্ণ ছবি জমা দেয়! তাই আমরা তাদের বলেছি সবপ্রকার টেকনিক্যাল বিষয় ঠিকঠাক করে নতুন করে আবার জমা দিতে। এরপর আমরা ছাড়পত্র দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিবো।’
সিনেমায় নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন অভিনেতা আরিফিন শুভ। প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।