সিনেমা পর্দায় জসীমউদ্দীনের গল্প
‘দর্পণ বিসর্জন’। কঠিন নামের চলচ্চিত্রটি নির্মিত হয়েছে পল্লিকবি জসীমউদ্দীনের ছোটগল্প ‘আয়না’র ছায়া অবলম্বনে। বর্তমানে নির্মাণ শেষে সেন্সরের জন্য প্রস্তুতি নিচ্ছেন পরিচালক সুমন ধর। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও তার।
সিনেমাটি প্রসঙ্গে সুমন মানবজমিনকে বলেন, ‘আমরা টানা দশদিন মুন্সীগঞ্জের সরিষাবন গ্রামে অনেক কষ্ট করে কাজটি করেছি। কারণ ওই গ্রামে বিদ্যুৎ সুবিধা ছিল না। তবে ছবির গল্পের সঙ্গে এ জায়গাটির বেশ মিল রয়েছে বলে ভালোভাবে কাজটি করতে পেরেছি। সম্পাদনা শেষে ছবির ব্যাপ্তিকাল ১১৫ মিনিটে দাঁড়িয়েছে। এ মাসেই ছবিটি সেন্সরে দেবো বলে সিদ্ধান্ত নিয়েছি।’
সিনেমা হলের পাশাপাশি ছবিটি চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। ইমপ্রেস টেলিফিল্মের ‘দর্পণ বিসর্জন’-এ অভিনয় করেছেন মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আজাদ, দিহান প্রমুখ।
এর আগে সুমন ধর ফরিদুর রেজা সাগরের গল্পে কিশোর চলচ্চিত্র ‘অমি ও আইসক্রিমঅলা’ পরিচালনা করেন।