Select Page

চলতি সপ্তাহে (৩১ অক্টোবর ২০২৫) কী দেখবেন, কোথায় দেখবেন?

চলতি সপ্তাহে (৩১ অক্টোবর ২০২৫) প্রেক্ষাগৃহে একটি নতুন চলচ্চিত্র এবং ওটিটিতে একটি পুরনো চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। দেখে নিন মুক্তিপ্রাপ্ত নতুন চলচ্চিত্রের হললিস্ট ও পুরনো চলচ্চিত্রের ওটিটি প্ল্যাটফর্ম।

চলচ্চিত্র: বেহুলা দরদী

টাঙ্গাইল অঞ্চলের লোকজ সংস্কৃতি এবং বিখ্যাত বেহুলা নাচারি গীতিনাট্যকে অবলম্বন করে নির্মিত ‘বেহুলা দরদী’ ৩১ অক্টোবর শুক্রবার দেশের ৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সবুজ খান।

ছবির গল্পে দেখা যায় টাঙ্গাইলের বেহুলা নাচারি দলের প্রধান ভোলা মিয়া দলটিকে টিকিয়ে রাখতে নানান চেষ্টায় ব্যস্ত। ইউনিয়নভিত্তিক প্রতিযোগিতায় কয়েকবার হেরে দলটির সম্মান প্রায় নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতি মোকাবেলায় ভোলা মিয়া প্রতিযোগিতায় জয়ের জন্য নানা পদক্ষেপ নেন। এতে ভোলা মিয়া চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এর পাশাপাশি অভিনয় করেছেন প্রাণ রায়, সূচনা সিকদার, আফফান মিতুল, আজিজুন মীম, আশরাফুল আশীষ, সানজিদা মিলা প্রমুখ।

চলচ্চিত্র: ফেরেশতে

ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম নির্মিত ও জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’ বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসব ঘুরে গত ১৯ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এবার চলচ্চিত্রটি ২ নভেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে দেখা যাবে।

বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ছবিটিতে ঢাকা শহরের এক রিকশাচালক স্বামী ও গার্মেন্টসে চাকরি করা তার স্ত্রীর কাহিনি দেখানো হয়েছে। তাদের গল্পে আছে সংগ্রাম, বঞ্চনা, টিকে থাকার লড়াই ও মানবিকতার অদম্য শক্তি। শুটিং হয়েছে এমন সব লোকেশনে, যেখানে আলো ঝলমল সাজসজ্জার পরিবর্তে ধরা দিয়েছে নিখাদ বাস্তবতা। ফলে গল্পটি দর্শকদের কাছে হয়ে উঠেছে আরও কাছের ও আরও বিশ্বাসযোগ্য। এতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সুমন ফারুক ও জয়া আহসান। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা, শিশুশিল্পী সাথী প্রমুখ।


Leave a reply