চলতি সপ্তাহে (৭ নভেম্বর ২০২৫) কী দেখবেন, কোথায় দেখবেন?
চলতি সপ্তাহে (৭ নভেম্বর ২০২৫) প্রেক্ষাগৃহে দুটি নতুন চলচ্চিত্র এবং ওটিটিতে একটি ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে। দেখে নিন মুক্তিপ্রাপ্ত নতুন চলচ্চিত্রের হললিস্ট ও ওয়েব ফিল্মের ওটিটি প্ল্যাটফর্ম।
চলচ্চিত্র: সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি
গ্রামের বাউল ঘরের এক মেয়ের মিউজিক্যাল জার্নি নিয়ে নির্মিত ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’ ৭ নভেম্বর শুক্রবার ১৩টি হলে মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন সঙ্গীত পরিচালক ও সুরকার ইমন সাহা।

প্রত্যন্ত অঞ্চলের বাউল শিল্পী থেকে একসময় মেয়েটি শহরের প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে পরিচিতি পান। গ্ল্যামারস এবং এর বাইরের অধ্যায় নিয়ে দোটানায় পড়েন তিনি। জীবনের নানা বাঁকে নিজেকে হারিয়ে আবার খুঁজে পান। এই তরুণীর চরিত্রে অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা। তার বিপরীতে রয়েছেন সাইমন সাদিক।
চলচ্চিত্রটির প্রথম সপ্তাহের হললিস্ট:-
১। স্টার সিনেপ্লেক্স – বসুন্ধরা সিটি, পান্থপথ
২। স্টার সিনেপ্লেক্স – বালি আর্কেড, চট্টগ্রাম
৩। স্টার সিনেপ্লেক্স – সেন্টার পয়েন্ট, উত্তরা
৪। ব্লকবাস্টার সিনেমাস – যমুনা ফিউচার পার্ক, ঢাকা
৫। লায়ন সিনেমাস – কেরানীগঞ্জ, ঢাকা
৬। গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার – সিলেট
৭। শ্যামলী সিনেমা – ঢাকা
৮। মম ইন – বগুড়া
৯। সিনেস্কোপ – নারায়ণগঞ্জ
১০। গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স – রাজশাহী
১১। সেনা অডিটোরিয়াম – সাভার, ঢাকা
১২। সুগন্ধা সিনেমা – চট্টগ্রাম
১৩। স্বপ্নীল সিনেপ্লেক্স – কুষ্টিয়া
চলচ্চিত্র: মন যে বোঝেনা
নিটোল পারিবারিক আবহের সাথে এক গভীর রোমান্টিক অনুভূতির মিশ্রণে নির্মিত ‘মন যে বোঝেনা’ ৭ নভেম্বর শুক্রবার দেশের ৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন মোসাঃ আয়েশা সিদ্দিকা।

২০১৩ সালে পরিচালক সোহানুর রহমান সোহানের ‘লাভলী : মন বোঝে না’ শিরোনামের একটি চলচ্চিত্রর কাজ শুরু করেছিলেন, যেখানে চুক্তিবদ্ধ ছিলেন আরিফিন শুভ এবং তমা মির্জা। এটি ছিল প্রযোজনা প্রতিষ্ঠান দ্য রেইন পিকচার্সের প্রথম চলচ্চিত্র।
শুটিং শুরু হয়েছিল শ্রীলঙ্কাতে। তবে শুটিং শুরুর আগেই প্রযোজকের সঙ্গে দ্বন্দ্বের কারণে পরিচালক সোহান ছবিটি ছেড়ে দেন। এরপর প্রযোজকের দায়িত্বে থাকা ফয়েজুল ইসলাম শাহিন নিজেই আউটডোরে চিত্রপরিচালক ও চিত্রগ্রাহকের দায়িত্ব পালন করেন। দেশে ফিরে ছবির কাজ শেষ করার দায়িত্ব পান শাহাদাৎ হোসেন লিটন, যিনি বিরতি দিয়ে বেশ কয়েক দফায় ছবিটির কাজ সম্পন্ন করেন।
এবার দীর্ঘ ১২ বছর পর চলচ্চিত্রটি নতুন নামে মুক্তি পেতে চলেছে। শুধু নাম নয়, পাল্টে গেছে প্রযোজনা প্রতিষ্ঠান এবং পরিচালকও। নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, এবং পরিচালকের আসনে রয়েছেন আয়েশা সিদ্দিকা। এর নতুন নাম হয়েছে ‘মন যে বোঝে না’। এটি ৭ নভেম্বর শুক্রবার দেশের ৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
চলচ্চিত্রটির প্রথম সপ্তাহের হললিস্ট:-
১। স্টার সিনেপ্লেক্স – বসুন্ধরা সিটি, পান্থপথ
২। লায়ন সিনেমাস – কেরানীগঞ্জ, ঢাকা
৩। আজাদ সিনেমা – ঢাকা
৪। মর্ডান সিনেমা – দিনাজপুর
ওয়েব ফিল্ম: তোমার জন্য মন
মফস্বলে বেড়ে ওঠা দুই তরুণ-তরুণীর সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ‘তোমার জন্য মন’ ৬ নভেম্বর বৃহস্পতিবার রাত ১২:০১ মিনিটে দর্শকদের জন্য ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে উন্মুক্ত হয়। এটি পরিচালনা করেছেন শিহাব শাহীন।

ফিল গুড রোমান্টিক ধারার এই ওয়েব ফিল্মে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। এতে দর্শক দেখবেন এক তরুণ–তরুণীর মধ্যে সম্পর্কের গতি, সিদ্ধান্তের দ্বিধা আর নিজেকে খোঁজার যাত্রা। শিহাব শাহীনের ভাষায়, “এই গল্পে আছে প্রেম, আছে জীবন, আর আছে নিজের পরিচয় খুঁজে পাওয়ার লড়াই।”

নতুন চলচ্চিত্রের বাইরে বাংলা সাহিত্যের কিংবদন্তী প্রবাদ পুরুষ, গল্প-উপন্যাসের সম্রাট, নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন “হুমায়ূন সপ্তাহ”-এ ইমপ্রেস টেলিফিল্মের ৪টি জনপ্রিয় চলচ্চিত্র “ঘেটুপুত্র কমলা”, “দারুচিনি দ্বীপ”, “আমার আছে জল”, “নয় নম্বর বিপদ সংকেত” ৭ নভেম্বর থেকে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স এ দেখানো হবে।






