সারাদেশে ৩০ সিনেপ্লেক্স
এক সময় বাংলাদেশে ১২০০ এর মতো সিনেমা হল ছিল। যা বর্তমানে ৩০০ এর কোটায় নেমে এসেছে। অশ্লীলতা ও গতানুগতিক সিনেমার কারণে দর্শকহীনতায় এমনটি ঘটেছে বলে অনেকে মনে করেন।
তবে একটু একটু করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ইন্ড্রাস্টি। এখন বড় সিনেমা হলের চেয়ে মাল্টিপ্লেক্সকে গুরুত্ব দেয়া হচ্ছে সারাবিশ্বে। আর সেদিকে নজর বাংলাদেশেরও। ইতোমধ্যে ঢাকায় বেশকটি ছোট আকারে সিনেমা হল গড়ে উঠেছে।
এ দিকে পিক্স সিনেপ্লেক্ম লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান ৩০টি সিনেপ্লেক্সের পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। প্রতিষ্ঠানটির ফেসবুক পাতা থেকে জানা যায়, তারা ৩০টির বেশি জায়গায় সিনেপ্লেক্স করার জন্য প্রাথমিক কাজ সম্পন্ন করেছে।
সেখানে আরো বলা হয়, ‘আমরা বিশ্বাস করি সারাদেশে ৪০০ সিনেপ্লেক্স করা সম্ভব। আপনার জানামতে যেকোন শহরের প্রাণকেন্দ্রে যদি কোন অত্যাধুনিক মার্কেট বা খালি জায়গা থাকে জানাবেন। আমাদের টিম চলে যাবে জায়গা পরিদর্শন করতে। হা আমরাই বিনিয়োগ করবো। উদ্যোক্তা শুধু অংশিধারিত্বের ভিত্তিতে খালি জায়গা বা মার্কেটের ছাদ ব্যবহার করার অনুমতি দিবে।’
তবে সেখানে প্রজেকশনের মান ও অন্যান্য পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত খোলাসা করা হয়নি।