Select Page

মাহীকে নায়িকা হিসেবে অপছন্দ ডিপজলের [ভিডিও]

মাহীকে নায়িকা হিসেবে অপছন্দ ডিপজলের [ভিডিও]

সম্প্রতি যমুনা টিভির সাথে ঢালিউডের আলোচিত নায়ক ও ভিলেজ মনোয়ার হোসেন ডিপজল (Dipjol) কথা বলেছেন সমসাময়িক বাংলাদেশী চলচ্চিত্রের বিভিন্ন দিক নিয়ে। এই আলাপচারিতায় উঠে আসে ঢালিউডে নায়ক নায়িকা সংকট, মাহিয়া মাহীকে নায়িকা হিসেবে তার অপছন্দ হওয়ার ইস্যু, বাংলাদেশের চলচ্চিত্রে ভারতীয় নায়ক নায়িকাদের অভিনয় ইত্যাদি ইস্যু।

ডিপজল জানান মাহী ভাল অভিনেত্রী কিন্তু নায়িকা হিসেবে তিনি তার সিনেমায় তাকে কাস্ট করতে অনাগ্রহী। এর কারণ তিনি খোলাসা করেননি। এছাড়াও টালিউডের নায়কদের আনাগোনারও বিরোধিতা করেন এই জনপ্রিয় অভিনেতা।

বিস্তারিত দেখুন ভিডিওতে:


মন্তব্য করুন