Select Page

শাকিব খান ‘ঢাকাইয়া মাল, অরিজিনাল’ (ট্রেলার)

বজ্রকণ্ঠে শোনা গেল ‘কামিং সুন’। সাদা আউটফিটে হেলিকপ্টার থেকে নামেন আমাদের নায়ক। একি! তিনি কী পরেছেন— প্যান্ট নাকি লুঙ্গি? একবার লুঙ্গি, একবার প্যান্ট! এমন ডিফরেন্ট লুকে দেখা যাবে শাকিবকে, শাহীন সুমন পরিচালিত ‘লাভ ম্যারেজ’ সিনেমায়।

এক পশলা মারপিটের পর নিজের পরিচয় দেওয়ার পালা। নায়ক বললেন, ‘ঢাকাইয়া মাল, অরিজিনাল’। এসব দেখা যায় বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশ হাওয়া ঈদের সিনেমা ‘লাভ ম্যারেজ’ এর ট্রেলারে।

সিনেমাটি নিয়ে নতুন কিছু বলার নেই। প্রথম থেকেই ধারণা করা হয়েছিল প্রচলিত ঘরানার ঢালিউড সিনেমা হবে এটি, হয়েছেও তাই। চৌকা ডায়ালগ শোনা গেল নায়ক, নায়িকা, ভিলেন সবার মুখে।

তবে ব্যতিক্রম বলতে শাকিবের লুক। তবে সাদা লুঙ্গি পরে উড়ে উড়ে এ্যাকশন তামিল সিনেমাকে মনে করিয়ে দেয়। বরাবরের মতো আলিফ লায়লা টাইপ উড়াউড়ি দেখা যায় ভিলেনদের। শাকিবের ঘুষিতে পিচকারির মতো কয়েকজনের মুখ থেকে রক্ত বের হতেও দেখা যায়।

যে জায়গায় সিনেমার বিশেষত্ব, তাহলো পুরান ঢাকাইয়া বুলি। এ ছাড়া পুরান ঢাকার দৃশ্য বলতে দেখা যায় শুধু লালবাগ কেল্লা। তাও গানের মাঝে।

এ সিনেমায় আরো অভিনয় করছেন অপু বিশ্বাস, মিশা সওদাগর, মিজু আহমেদ, শিরিন বকুল ও আহমেদ শরীফ।


মন্তব্য করুন