Select Page

ঊনপঞ্চাশ বাতাস মুক্তি পাচ্ছে ২৩ অক্টোবর

ঊনপঞ্চাশ বাতাস মুক্তি পাচ্ছে ২৩ অক্টোবর


মাসুদ হাসান উজ্জ্বল বলেছিলেন, করোনা পরবর্তী সিনেমা হল খুলতেই নিজের প্রথম সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’ মুক্তি দেবেন। সেই কথা রাখতে চলেছেন।

শনিবার এক ঘোষণায় জানান, ২৩ অক্টোবর মুক্তি পাবে অতিপ্রতিক্ষীত সিনেমা। তবে সীমিত পরিসরে।

এর মাধ্যমে নিউ নরমালে বড় কোনো ছবি মুক্তি পেতে যাচ্ছে।

উজ্জ্বল বলেন, “একটা সুস্থ্য স্বাভাবিক পৃথিবীর প্রত্যাশায় আমরা গত ১৩’ মার্চ ঊনপঞ্চাশ বাতাস’র মুক্তি স্থগিত করেছিলাম। এর মাঝে চলেগিয়েছে ঘর বন্দী দীর্ঘ ৭ টি মাস) ! এখন আমাদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই কথা বিবেচনা করে আগামী ২৩’ অক্টোবর ২০২০ সালে স্টার সিনেপ্লেক্স এর সবগুলো শাখাতে মুক্তি পেতে চলেছে আপনাদের দীর্ঘ প্রতিক্ষা এবং ভালবাসার চলচ্চিত্র “ঊনপঞ্চাশ বাতাস”।”

ছোট পর্দায় দেড় যুগ ধরে সফলতার সঙ্গে নাটক, টেলিছবি নির্মাণ করে নির্মাতা ২০১৭ সালে অক্টোবরে দৃশ্য ধারণ শুরু করেন ছবিটির।

‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমাতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা। পরিচালনার পাশাপাশি ছবিটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্পনির্দেশনা ও সংগীত পরিচালনা করছেন মাসুদ হাসান নিজেই। একটি গান করেছেন অর্থহীনের বেজবাবা নামে পরিচিত সাইদুস সালেহীন খালেদ।


মন্তব্য করুন