ঈদে চালু হচ্ছে ৭০ প্রেক্ষাগৃহ
বিভিন্ন সময়ে বন্ধ হয়ে যাওয়া প্রায় ৭০টি প্রেক্ষাগৃহ নতুন করে চালু হতে যাচ্ছে। ঈদ সামনে রেখে চালু হতে যাওয়া প্রেক্ষাগৃহগুলোয় এখন সংস্কারের কাজ চলছে বলে জানায় প্রদর্শক সমিতি। খবর কালের কণ্ঠ।
এ সব প্রেক্ষাগৃহের বেশির ভাগই বগুড়া, দিনাজপুর, সাতক্ষীরা, যশোর, পাবনাসহ ঢাকার বাইরের জেলা শহরে অবস্থিত। প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দীন বলেন, ‘দেশের ১১০০ প্রেক্ষাগৃহের মধ্যে এখন মাত্র ৩০০টি চালু রয়েছে। এই দুঃসময়ে ৭০টি প্রেক্ষাগৃহ নতুন করে চালু হওয়াটা সুখবর আমাদের জন্য। এবার ঈদে চারটি ছবি মুক্তি পাচ্ছে। প্রতিটি ছবিই বড় বাজেটের। আশা করছি, প্রেক্ষাগৃহ বাড়ার কারণে প্রযোজকরাও বাড়তি সুবিধা পাবেন।’
প্রযোজক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দীন দিলু বলেন, ‘বেসরকারিভাবে অনেক প্রেক্ষাগৃহ মালিক এখন ডিজিটাল প্রজেক্টর বসাচ্ছেন। এত দিন পড়ে থাকা প্রেক্ষাগৃহগুলো সংস্কার করে আবার চালু করছেন। প্রযোজক হিসেবে এটা আমাদের জন্য ভালো। আমার জানা মতে এই বছরের শেষ নাগাদ আরো ৩০টির মতো নতুন প্রেক্ষাগৃহ চালু হবে। যদি ৫০০টির মতো প্রেক্ষাগৃহে নিয়মিত ছবি প্রদর্শন করা যায় তাহলে প্রযোজকরা আবার নিয়মিত লাভের মুখ দেখতে পাবেন।’
উল্লেখ্য, ঈদে মুক্তি পেতে যাওয়া ছবিগুলোর মধ্যে শাহীন সুমনের ‘লাভ ম্যারেজ’ ৮০টি প্রেক্ষাগৃহ, এস এ হক অলিকের ‘আরো ভালোবাসবো তোমায়’ ৬০টি প্রেক্ষাগৃহ, ইফতেখার চৌধুরীর ‘অগ্নি ২’ ৬০টি প্রেক্ষাগৃহ ও তন্ময় তানসেনের ‘পদ্ম পাতার জল’ ছবিটি ৪০টির মতো প্রেক্ষাগৃহ বুকিং করেছে।
আমাদের চলচ্চিত্রের জন্য ভালো খবর। সফল ভাবে বাস্তবায়ন হলেই খুশী।