Select Page

টানা ১৫ বছর মিশার ঈদ উপহার

টানা ১৫ বছর মিশার ঈদ উপহার

target_misa-1427697609

বর্তমান ঢাকাই সিনেমার এক নাম্বার খলনায়ক মিশা সওদাগর। এ পর্যন্ত অভিনয় করেছেন আট শতাধিক সিনেমায়। তিনিই একমাত্র অভিনেতা এক যুগের বেশি সময় ধরে প্রতি ঈদে তার কোনো না কোনো ছবি মুক্তি পাচ্ছেই। সম্প্রতি এ সাক্ষাৎকারে এ কথা জানান জনপ্রিয় এ অভিনেতা।

এবার ঈদেও মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘লাভ ম্যারেজ’। শাহীন সুমনের এ সিনেমায় শাকিব খানের সঙ্গে পাল্লা দিতে দেখা যাবে তাকে। আর নায়ক-ভিলেন হিসেবে শাকিব-মিশা জুটির কথা নতুন করে বলার কিছু নেই।

১৯৮৬ সালে এফডিসির নতুন মুখের সন্ধান কার্যক্রমে নায়ক নির্বাচিত হন মিশা সওদাগর। ১৯৮৯ সালে নায়ক হিসেবে ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ ছবিতে অভিনয় দিয়েই শুরু। ‘অমর সঙ্গী’ চলচ্চিত্রেও নায়ক হিসেবেই অভিনয় করেন। খলনায়ক হিসেবে ১৯৯২ সালে মুক্তি পায় ‘আশা ভালোবাসা’, কিন্তু প্রথম শুটিং করেন ‘প্রিয় তুমি’ ছবির।

খলনায়ক হিসেবে মিশার চলচ্চিত্র ক্যারিয়ার ২৩ বছরের। এর মধ্যে সাতটি ঈদে কোনো ছবি মুক্তি পায়নি। তবে এ বছর নিয়ে টানা ১৫ বছর ধরে ঈদে তার সিনেমা মুক্তি পাচ্ছেই। কোনো বছর এমনও হয়েছে, ঈদে মুক্তি পাওয়া সব সিনেমায় মিশা অভিনয় করেছেন।

 


মন্তব্য করুন