Select Page

জীবন অপেরা
প্যারালাল ইউনিভার্সের গল্পে শরীফুল রাজ

<div class="post-subheading">জীবন অপেরা</div>প্যারালাল ইউনিভার্সের গল্পে শরীফুল রাজ

রফিক চরিত্রে দেখা যাবে শরিফুল রাজকে

গল্পের মূল চরিত্র রফিক। হঠাৎ করে প্যারালাল ইউনিভার্সে ঢুকে পড়ে সে। দুটি জীবন একসঙ্গে চলতে থাকে। এক জীবনে সে ব্যর্থ প্রেমিক; তার প্রেমিকা শারমিন বিয়ে করে প্রবাসী। অন্য জীবনে তারা সুখী সংসার করছে। হঠাৎ এক সকালে ঘুম ভেঙে রফিক আবিষ্কার করে, প্রথম জীবন থেকে সে দ্বিতীয় জীবনে ছিটকে পড়েছে—যেন ফাঁদে আটকে পড়া ইঁদুর।

আলভী আহমেদ তার একই উপন্যাস থেকে নির্মাণ করছেন ‘জীবন অপেরা’। ২০২৪-২৫ অর্থবছরে সরকারী অনুদান পাওয়া এ সিনেমায় রফিক চরিত্রে দেখা যাবে শরিফুল রাজকে। তার চরিত্রে কে থাকছেন তা জানাননি নির্মাতা।

এর আগে ‘ইউটার্ন’ নামের একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন আলভী আহমেদ। এছাড়া বানিয়েছেন অনেক টিভি নাটক। এর পাশাপাশি ফিকশন ও অনুবাদে পাওয়া যায় তাকে। জাপানি লেখক হারুকি মুরাকামির বেশ কয়েকটি উপন্যাস অনুবাদ করেছেন তিনি।

‘জীবন অপেরা’ সম্পর্কে শরীফুল রাজ বলেন, ‘চুক্তি সাইন করেছি। আপাতত এর বেশি কিছু বলতে চাইছি না। সময় হলে সবাই জানতে পারবেন।’

এ অভিনেতাকে সর্বশেষ দেখা গিয়েছিল ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমায়।  

তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ ছবিতে অভিনয় করছেন রাজ। সিনেমাটি মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে। সপ্তাহখানেকের মধ্যে শুরু হবে ‘বনলতা এক্সপ্রেস’ ছবির শুটিং। ঠিক এর পরই ‘জীবন অপেরা’র শুটিং।

এর আগে দুটি প্রশংসিত অনুদানের চলচ্চিত্রের অভিনয় করেছেন শরিফুল রাজ। গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ ও মিশুক মনির ‘দেয়ালের দেশ’।


Leave a reply