সিনেমা বানাবেন সুবর্ণা মুস্তাফা
‘ঘুড্ডি’, ‘নয়নের আলো’, ‘নতুন বউ’, ‘ফাঁসি’, ‘শঙ্খনীল কারাগার‘, ‘অপহরণ’, ‘কমান্ডার’, ‘পালাবি কোথায়’ থেকে সর্বশেষ ‘হেডমাস্টার’ সিনেমায় দেখা গেছে সুবর্ণা মুস্তাফাকে। সিনেমা খুব বেশি দেখা না গেলে টেলিভিশন নাটকের মাধ্যমে তিনি জনপ্রিয় মুখ। সম্প্রতি তিনি জানালেন, পুরোদস্তুর বাণিজ্যিক সিনেমা নির্মাণ করবেন।
রেডিও ভূমির বিশেষ অনুষ্ঠান ‘গ্রামীণফোন সুবর্ণ সময়ে’ আমন্ত্রিত অতিথি হিসেবে সরাসরি দেয়া এক সাক্ষাৎকারে সিনেমা নির্মাণের পরিকল্পনার কথা বলেন সুবর্ণা।
জনপ্রিয় এ অভিনেত্রী বলেন, ‘আমি বাণিজ্যিক ছবি বানাতে চাই। কারণ, সিনেমা আমার পছন্দের একটি মাধ্যম। আমি এ মাধ্যমে অভিনেত্রী হিসেবে কাজ করেছি। এবার একটা বাণিজ্যিক সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছি। সিনেমা কয়েকটি সিনেপ্লেক্স নির্ভর হবে না। টেলিভিশনে প্রচারের জন্যও নয়। সিনেমাপ্রেমী দর্শকদের জন্য, যারা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখেন তাদের জন্য বানাবো। ছবিতে সুন্দর গল্প, গান, ফাইট, কমেডি, রোমান্স, ড্রামা সবই থাকবে। মোটকথা, একটি বাণিজ্যিক ছবিতে যা যা থাকে, সবকিছু দিয়েই আমি সিনেমাটি বানাতে চাই।’
তিনি আরো বলেন, ‘সিনেমার প্রথম কাজ এন্টারটেইনমেন্ট, দ্বিতীয় কাজ এন্টারটেইনমেন্ট এবং তৃতীয় কাজও এন্টারটেইনমেন্ট। আমি দর্শকদের এন্টারটেইনমেন্ট দেয়ার জন্যই সিনেমা বানাবো।’
কবে নাগাদ দেখা যাবে এ প্রশ্নের উত্তরে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘আমার তো এত টাকা নেই। ভাল প্রযোজক পেলেই কাজটি শুরু করবো। কবে পারবো জানি না। তবে একটি বাণিজ্যিক সিনেমা আমি বানাবোই।’
সূত্র : মানবজমিন