Select Page

শুধু বাংলাদেশে মুক্তি পাবে অগ্নি ২

শুধু বাংলাদেশে মুক্তি পাবে অগ্নি ২

11542529_501631953322918_784580313_o-copy

অতি প্রতিক্ষীত বাংলা সিনেমার মধ্যে এগিয়ে আছে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি ২’। এতোদিন শোনা গিয়েছিল, ইন্ডিয়ার এসকে মুভিজের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার প্রযোজিত সিনেমাটি ৩টি ভাষায় ৯ দেশে মুক্তি পাবে ঈদুল ফিতরে।

কিন্তু বৃহস্পতিবার এক ঘোষণায় জাজ জানায়, ঈদে শুধু বাংলাদেশে মুক্তি পাবে। অন্যান্য দেশে রিলিজ হবে এর একমাস পর।

জাজের অফিশিয়াল ফেসবুকে এ বিষয়ে লেখা হয়—

[su_quote]“বাংলাদেশে ‘অগ্নি ২’ ঈদে মুক্তি পেবে। তাছাড়া ইন্টারন্যাশনালি ‘অগ্নি ২’ আগস্ট এর ১৪ তারিখে রিলিজ হবে সমগ্র ভারত, চীন (চায়না ভাষায়), হংকং, মালায়শিয়া (মালয় ভাষায়), ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইটালি ও আমেরিকা’তে।

এই দেশ গুলিতে প্রিমিয়ারে ও প্রচারণার জন্য মাহি, ওম, ও ইফতেখার চৌধুরী ভ্রমণ করবেন। যদি অন্য আরও দেশে সিনেমাটি চালানোর জন্য সেই দেশের প্রবাসী বাঙ্গালী ভাইরা আমাদের সাথে যোগাযোগ করেন তবে অবশ্যই আমার গুরুত্বের সাথে বিষয়টি বিবেচনা করবো। সঙ্গে থাকুন।”[/su_quote]

 


মন্তব্য করুন