Select Page

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ম্যাজিক মামনি’ বিতর্ক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ম্যাজিক মামনি’ বিতর্ক
magic-mamoni-mahiya-mahi-item-song-bangla-movie-database-3

ম্যাজিক মামনি গানের একটি মুহুর্তে মাহিয়া মাহি

‘অগ্নি-২’ সিনেমার আইটেম গান ‘ম্যাজিক মামনি’ মুক্তির পর সামাজিক মাধ্যমগুলোতে এনিয়ে বেশ আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায়। এরমাঝে বিতর্কের একটি কারণ ছিল গানটির চিত্রায়ন বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট ও সংস্কৃতির সাথে মানানসই নয়। তবে গানটির ইউটিউব ভিউয়ারশীপ দেখে এটা অনুমেয় যে দেশের সিনেমার দর্শক গানটি পছন্দ করতে যাচ্ছে।

উল্লেখ্য, ‘ম্যাজিক মামনি’ ইউটিউবে সাড়ে ৪ লাখ দেখা হয়ে গেছে শুক্রবার সকালের মাঝেই। গানটি জনপ্রিয় সাইট এ রিলিজ করা হয় গত ৪ জুন বৃহস্পতিবার।

‘ম্যাজিক মামনি’ গানের চিত্রায়নে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। মাত্র ৮ দিনের মাথায় সাড়ে ৪লাখ ভিউয়ারশীপ অতিক্রম করাকে সিনেমাবোদ্ধারা দেখছেন মাহি’র জনপ্রিয়তার ইংগিত হিসেবে। যদিও গানে কলকাতার নায়ক ওম’র অংশগ্রহন রয়েছে, তবে তা খুব একটা উল্লেখযোগ্য নয়।

ইউটিউবের ম্যাজিক মামনি’র পাতায় দর্শকরা বিভিন্ন আংগিকের মন্তব্যের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করছেন। একজন দর্শক আল আমিন লিখেছেন
[su_quote]এই আইটেম সং-টাতে অনেক মাহী সহ সহ আর্টিস্টদের খুব বেশী খোলামেলা ভাবে উপস্থাপন করা হয়েছে যেটা আমাদের বাংলাদেশের সংস্কৃতির সাথে খাপ খায় না। এই গানটা অশ্লীল কিনা জানি না শুধু এটা বলব আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে এই গানটা দেখতে পারব না।পরিবার নিয়ে দেখার মত পরিবেশ গানটিতে নাই । আর একবার দেখার পর দ্বিতীয়বার দেখার কোনো ইচ্ছা আমার নাই।[/su_quote]

কয়েকজন নারী দর্শক ফেসবুকে তাদের বিস্ময় প্রকাশ করে প্রশ্ন করেছেন এটা কি বাংলাদেশের সিনেমার গান কি না।

গানটিতে কন্ঠ দিয়েছেন কলকাতার শিল্পী নেহা কাক্কার, কথা লিখেছেন গীতিকার রিদ্দি। সংগীত পরিচালক ছিলেন স্যাভি। উল্লেখ্য, অগ্নি-২ সিনেমা পরিচালনা করছেন খোঁজ দ্যা সার্চ ও অগ্নি খ্যাত পরিচালক ইফতেখার চৌধুরি। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ এর প্রযোজনায় বিগ বাজেটের এই সিনেমাটি নিয়ে সিনেমাপ্রেমীদের মাঝে আগ্রহ লক্ষণীয়।


মন্তব্য করুন