Select Page

ম্যাডাম ফুলি ২ বানাচ্ছেন আশিকুর রহমান

ম্যাডাম ফুলি ২ বানাচ্ছেন আশিকুর রহমান

1424168790_shimla

আলোচিত সিনেমা ‘ম্যাডাম ফুলি’র দ্বিতীয় কিস্তিু আসছে বড়পর্দায়। নতুন সিনেমাটি পরিচালনা করবেন আশিকুর রহমান। আর প্রথমটির মতো মূল চরিত্রে থাকছেন সিমলা

১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল ‘ম্যাডাম ফুলি’। ১৬ বছর পর তৈরি হতে যাচ্ছে ছবিটির দ্বিতীয় কিস্তি ‘ম্যাডাম ফুলি ২’। সোমবার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন আশিকুর রহমান। এতে সিমলার পাশাপাশি কয়েকটি নতুন মুখ দেখা যেতে পারে।

আশিকুর রহমান জানান, ৫ জুলাই ছবিটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে তার ও সিমলার চুক্তি হয়েছে। চলতি বছরের শেষ দিকে কাজ শুরু হবে। বর্তমানে চিত্রনাট্য ও পোস্ট প্রডাকশনের কাজ চলছে।

ম্যাডাম ফুলি ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন সিমলা। ওই ছবির নির্মাতা ছিলেন শহীদুল ইসলাম খোকন। দ্বিতীয় কিস্তির নির্মাতা হিসেবে তিনি এফডিসিতে নামও তালিকাভুক্ত করেছিলেন এ বছরের এপ্রিলে। এ তথ্য জানিয়ে সিমলা বলেন, ‘খোকন ভাই এখন অসুস্থ। সিনেমা বানানোর মতো অবস্থা নেই। তাই আশিক দায়িত্বটি নিয়েছেন।’

শহীদুল ইসলামের কাছ থেকে অনুমতিও নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন তার স্ত্রী জয় ইসলাম।


মন্তব্য করুন