মাহির জন্য ‘বানজারা’ মন (ভিডিও)
মুক্তি পেল আলোচিত ‘অগ্নি ২’ সিনেমার আরেকটি রোমান্টিক ট্র্যাক। ‘বানজারা’ শিরোনামের গানটি শুনতে ও দেখতে আরাম পাওয়া যায়। কিন্তু ‘বানজারা’ মানে কী?
মঙ্গলবারে ইউটিউবে প্রকাশ হওয়া গানটি লিখেছেন প্রিয় চ্যাটার্জি। সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ ইরফান।
এর আগে জাজ মাল্টিমিডিয়ার ‘দবির সাহেবের সংসার’ সিনেমায় একটি গানে হিন্দি শব্দ ব্যবহার করা হয়েছিল। যা খানিকটা বিতর্কও তোলে। আর ‘অগ্নি ২’ তো যৌথ প্রযোজনার সিনেমা। কলকাতায় সিনেমা, নাটক, রিয়েলিটি শোতে হিন্দির ব্যবহার অহরহ দেখা যায়।
‘বানজারা’ শিরোনামের গানের কথা-সুরে আলাদা কোনো বিশেষত্ব নেই। খুবই পরিচিত ফর্ম। তারপরও এ ধরনের গান শুনতে ভালো লাগে। ‘বানজারা’ও তার ব্যতিক্রম নয়।
এর আগে সিনেমাটির তিনটি গান রিলিজ হয়েছে। এর মধ্যে প্রথম দুটি যথাক্রমে আইটেম সং ও পার্টি সং। অন্য দুটি রোমান্টিক ট্র্যাক। কিন্তু রোমান্টিক গানের লোকেশানে আরবান এনভায়নমেন্ট ততটা ভাল লাগে না। বিশেষ করে ‘অগ্নি ২’ এ্যাকশান ধাঁচের সিনেমা। গান খানিকটা রিলিফের কাজ করে। বলতে হয় ‘বানজারা’র চিত্রায়নে কারিশমা আছে— কিন্তু বৈচিত্র্য নাই।
সব মিলিয়ে ‘অগ্নি ২’ মাহির ক্যারিয়ারে নতুন পালক যোগ করল। এ সিনেমায় তার বিপরীতে আছেন কলকাতার ওম।
‘অগ্নি ২’তে বাংলাদেশের পক্ষের পরিচালিত ইফতেখার চৌধুরী। মুক্তি পাবে ঈদুল ফিতরে।