Select Page

বিজয় দিবসে নতুন এক মৌসুমী

বিজয় দিবসে নতুন এক মৌসুমী

Leader

নায়িকা মৌসুমীকে নানা রূপে দেখেছেন। কখনো কি দেখেছেন ভোট চাইতে! এবার তা দেখতে যাচ্ছেন। বিজয় দিবসে প্রকাশ হলো দিলশাদুল হক শিমুলের ‘লিডার’ সিনেমার প্রথম গান। তাতে কবুতর মার্কায় ভোট চাইতে দেখা গেল তাকে।

গানটির শিরোনাম ‘বঙ্গবন্ধু হও আবার’। কথা, সুর ও কণ্ঠ পরিচালক শিমুলের। ইউটিউবে প্রকাশ হয়েছে বিজয় দিবসের প্রথমে প্রহরে।

নির্বাচনী প্রচারণা ভিডিওটির মূল বিষয়বস্তু। দৃশ্যায়নে নির্বাচনের আমেজ পুরোপুরিই পাওয়া গেছে।

‘লিডারে’ আরো অভিনয় করেছেন ফেরদৌস, ওমর সানি, নিঝুম রুবিনা, আহমেদ শরীফ, শহীদুল আলম সাচ্চু, সোহেল খান, মতিন রহমানসহ অনেকে। সিনেমাটি মুক্তি পাবে ২০১৬ সালে।


মন্তব্য করুন