Select Page

শুক্রবারে মিষ্টির ‌’চিনিবিবি’

শুক্রবারে মিষ্টির ‌’চিনিবিবি’

misty-jannat-chini-bibi

লাভ স্টেশন’ ছবি দিয়ে বাপ্পির বিপরীতে অভিষেক ঘটে নায়িকা মিষ্টি জান্নাতের। গত বছর মুক্তি পাওয়া ছবিটিতে অভিনয় করে মিষ্টি ভালই সাড়া ফেলেন। এবার মুক্তি পাচ্ছে তার দ্বিতীয় ছবি ‘চিনিবিবি’। নজরুল ইসলাম বাবু পরিচালিত এ ছবিটি মুক্তি পাবে শুক্রবার।

চিনিবিবির চরিত্রে অভিনয় করেছেন মিষ্টি জান্নাত। আর মিষ্টির বিপরীতে অভিনয় করছেন জয় চৌধুরী। এ ছাড়া আরও অভিনয় করেছেন অমিত হাসান, আলীরাজ, আনোয়ারা, আবদুল্লাহ সাকি, ওয়াদুদ রঙ্গিলাসহ দেড় শতাধিক শিল্পী। গ্রামের এক চঞ্চল, উৎফুল্ল তরুণীর গল্প নিয়ে গড়ে ওঠেছে

গ্রামের সহজ-সরল প্রেমের গল্পে দর্শক ভিন্নতা পাবে বলে মনে করেন ‌‘চিনিবিবি’ পরিচালক। ওয়াদুদ রঙ্গিলার লেখা কাহিনির ওপর ভিত্তি করেই নির্মিত হয়েছে ‘চিনি বিবি’। এ ছবিতে ১০টি গান রয়েছে। এই গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ১১ জন কন্ঠশিল্পী। তারা হলেন এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন, মনির খান, কনকচাঁপা, রাজীব, বেবি নাজনীন, আগুন, মমতাজ, ইতি, রিয়াদ ও ওয়াদুদ রঙ্গিলা। ছবিটির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।

‌‘চিনিবিবি’ প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, ‘আমাকে নিয়েই গড়ে ওঠেছে ছবিটির গল্প। ছবিতে দুরন্তপণায় উস্তাদ এক মেয়ে। সবার চোখ ফাঁকি দিয়ে প্রেম করি গ্রামেরই এক ছেলের সঙ্গে। যথাসাধ্য চেষ্টা করেছি নিজের চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য। আশা করছি এই চরিত্রটিই আমাকে দর্শকের আরও কাছে নিয়ে যাবে।’


মন্তব্য করুন