Select Page

প্রামাণ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব শুরু শুক্রবার

প্রামাণ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব শুরু শুক্রবার

2015_09_02_19_56_01_zUkZoSqXrdewoap5OvshjciZMlSk4p_original

নেপালে ভূমিকম্প নিহত ও ক্ষতিগ্রস্থদের উৎসর্গ করে আয়োজন করা হয়েছে ‘আর্ন্তজাতিক প্রামাণ্য এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব’। প্রযোজনা সংস্থা ঢেঁকির আয়োজনে ৪ সেপ্টেম্বর শুরু হচ্ছে এ উৎসব। চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

উৎসবের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন অ্যাডভোকেট তারানা হালিম। অন্যান্য অতিথিদের মধ্যে থাকবেন নাট্যনির্দেশক আতাউর রহমান, ড. ইনামুল হক, সাংস্কৃতিক সংগঠক গোলাম কুদ্দুস, ক্যাথরিন মাসুদ ও নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুসহ আরো অনেকে।

উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে। ৪ ও ৫ সেপ্টেম্বর বিকাল ৪টা থেকে রাত ৯ পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্রশালা এবং ৬ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর একই সময়ে শওকত ওসমান মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শিত হবে।

আয়োজন প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ২০১৪ সাল বছর থেকে এই আর্ন্তজাতিক প্রামাণ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। নতুন নতুন নির্মাতাদের ছবি প্রদর্শনীর সুযোগ ঘটছে। এছাড়া সিনেমা ভক্তদের জন্য দেশ-বিদেশের ভালো ভালো কিছু চলচ্চিত্র দেখার সুযোগ হবে।


মন্তব্য করুন