রেডিওতে পপি
বিবিসি বাংলা রেডিওতে সাধারণত চলচ্চিত্রের শিল্পীদের আত্মকথন নিয়ে খুব কমই প্রচার হয়ে থাকে। এখন পর্যন্ত বিভিন্ন সময়ে যাদের আত্মকথন প্রচার হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন শবনম, কবরী, ববিতাসহ আরও বেশ ক’জন। এবার সে তালিকায় যুক্ত হলো পপির নাম।
ঢাকা’য় ১০০ এফএম-এ আজ সকাল সাড়ে ৬টায় ‘প্রভাতী’ অধিবেশনে অনুষ্ঠানটি প্রচার হলো। যারা শুনতে পারেননি তাদের জন্য রাত ১০টায় ‘পরিক্রমা’ অধিবেশনে পপির আত্মজীবনীমূলক সাক্ষাৎকারটি আবারো প্রচার হবে।
এ প্রসঙ্গে পপি বলেন, ‘বিবিসি বাংলার প্রতি আমার আন্তরিক অভিনন্দন। এমন একটি আন্তর্জাতিক মানের রেডিও চ্যানেলে আমার আত্মকথনমূলক সাক্ষাৎকার প্রচার হচ্ছে, এটা আমার জন্য সত্যিই অনেক আনন্দের এবং গৌরবের। আশাকরি শ্রোতাদেরও ভালো লাগবে।’
পপি বর্তমানে ব্যস্ত রয়েছেন জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত ‘সোনা বন্ধু’ চলচ্চিত্রের কাজ নিয়ে। এতে তার সহশিল্পী হিসেবে আছেন ডি এ তায়েব। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে প্রয়াত আবদুল্লাহ আল মামুন পরিচালিত ‘দুই বেয়াইয়ের কীর্তি’।